Monday, December 23, 2024
Google search engine
Homeত্রিপুরার খবরআগরতলা খবরতৃতীয় মোদি সরকারে পূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী হবেন বিপ্লব কুমার দেব: রতন চক্রবর্তী

তৃতীয় মোদি সরকারে পূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী হবেন বিপ্লব কুমার দেব: রতন চক্রবর্তী

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,১ এপ্রিল,,

‘২০১৮ সালে ত্রিপুরার মুক্তির কান্ডারী বিপ্লব কুমার দেব। চার বছর তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে সমস্ত বড় প্রকল্প রাজ্যে এনেছেন। আগামী দিনে তিনি কেন্দ্রের পূর্ণ মন্ত্রী হবেন। আমি আপনি ভোট না দিলেও বিপুল জনসমর্থন নিয়ে নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন। বিপ্লব কুমার দেব জি বিপুল ভোটে জয়ী হবেন।’ সোমবার ৫ খয়েরপুর বিধানসভা কেন্দ্রের ১২ নাম্বার বুথে একটি দলবদল অনুষ্ঠানে ঠিক এভাবেই নিজের বক্তব্য রাখেন বিধায়ক তথা রাজ্য বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ রাজ্যের প্রবীণ রাজনীতিবিদ রতন চক্রবর্তী।

রতন চক্রবর্তী ভবিষ্যৎবাণী দিয়েছেন বিপ্লব কুমার দেব আগামী দিনে কেন্দ্রের পূর্ণ মন্ত্রী হবেন। তিনি বলেন পশ্চিমবঙ্গে বাম কংগ্রেসের জোট হয়েছিল। সেখানে তারা শূন্য পেয়েছিল। ত্রিপুরাতে এবারই তাদের সমাধী চিরতরে ডুবে যাবে। তিনি বাম কংগ্রেস জোটকে কটাক্ষ করেন। ত্রিপুরার রাজনীতির ইতিহাস তুলে তিনি বলেন বহু কংগ্রেস নেতাকর্মীদের হত্যা করেছে সিপিআইএম। আজকে তারাই একসাথে মিশে গেছে। মানুষ তাদেরকে পছন্দ করছে না। নরেন্দ্র মোদির নেতৃত্বে তৃতীয়বারের মতো সরকার গঠন শুধুমাত্র সময়ের অপেক্ষা। মোদি সরকারের বিকাশের পথকে আরো শক্তিশালী করতে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিপ্লব দেবকে বিপুল ভোটে জয়ী করতে তিনি নাগরিকদের আহ্বান রাখেন। এদিন লালমাটিয়ায় অনুষ্ঠিত এই দলবদল অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুরাতন আগরতলা ব্লক চেয়ারম্যান বিশ্বজিৎ শীল, মন্ডল সভাপতি অমিত নন্দী, মহিলা নেত্রী পম্পি বীর, যুব মোর্চার নেতা মান্না দে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বুথ সভাপতি মাধব ঘোষ।

অনুষ্ঠানে ৪৯ পরিবারের প্রায় ১২৫ জন ভোটার কংগ্রেস এবং সিপিআইএম ছেড়ে বিজেপি দলে যোগদান করেন। অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে ব্লক চেয়ারম্যান বিশ্বজিৎ শীল বলেন কভিডের সময় থাকে শুরু করে সর্বসময়ে মোদি সরকার দেশের নাগরিকদের উন্নয়নে কাজ করে চলছে। নাগরিকদের ঘর, বিনামূল্যে চাল, শৌচালয় স্বাস্থ্যপরিসেবা সর্বক্ষেত্রেই মোদীজি দিয়ে যাচ্ছেন। মোদিজীর কাছে আমরা সবাই এক প্রকার ঋণী। ভোটের সময় মোদীজিকে একটি ভোট প্রদানের মধ্য দিয়ে নাগরিকদের সেই ঋণ প্রতিশোধ করার সুযোগ নিতে তিনি আহবান জানান। মন্ডল সভাপতি অমিত নন্দী বলেন প্রধানমন্ত্রী মোদিজীর সাবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা বিশ্বাসের পথেই এলাকার বিধায়ক কাজ করে চলছেন। এই বিশ্বাসকে অটুট রেখে তিনি নাগরিকদের পাশে থাকার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে বিধায়কের হাত ধরে এলাকার নির্বাচনী বুথ অফিস উদ্বোধন হয়।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments