প্রতিধ্বনি প্রতিনিধি,, বিশালগড়,, ২৭ এপ্রিল,,
তপ্ত গরমে এবার পথচারীদের জন্য স্বস্তির জলপানের ব্যবস্থা করলেন টি আই ডি সি-র চেয়ারম্যান তথা বিজেপি যুব মোর্চার প্রাক্তন রাজ্য সভাপতি নবাদল বনিক। নবাদল বণিকের নির্দেশে বিশালগড় চন্দনগরের যুবকরা বিশালগড় রাউতখলায় সাধারণ পথচারীদের তৃষ্ণা মেটাতে ঠান্ডা পানীয় জল ও শরবত বিতরণ করার উদ্যোগ গ্রহণ করে। শনিবার থেকে যুবকরা রাস্তার পাশে দাঁড়িয়ে পথচারীদের ঠান্ডা পানীয় বিতরণ শুরু করেছেন। প্রসঙ্গত গোটা দেশের সাথে রাজ্যেও তীব্র দাবদাহ চলছে। দিনের বিভিন্ন সময়ে তাপমাত্রা ৩৭ থেকে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। স্বাস্থ্য দপ্তরের পরামর্শ রয়েছে এই সময়ে বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ি ঘর থেকে না বের হওয়ার এবং যথাসম্ভব ঠান্ডা জলপান করার। ছুটি দেওয়া হয়েছে স্কুল কলেজে। কিন্তু তারপরও সাধারণ একটা শ্রেণির মানুষকে পেটের দায়ে ঘর থেকে বের হতে হচ্ছে । এমন অবস্থায় গোটা রাজ্য ব্যাপী সাধারণ পথচারী মানুষের তৃষ্ণা মেটাতে এগিয়ে এসেছেন অনেকই। এই মানব দরদী লোকেদের মধ্যে একজন টি আই ডি সি-র চেয়ারম্যান ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের প্রাক্তন সভাপতি নবাদল বনিক। উনার নির্দেশে অনুপ্রাণিত হয়ে বিশালগড় চন্দনগরের যুবক অভিলাস সিং বিশালগড় রাউতখলায় সাধারণ পথচারীদের তৃষ্ণা মেটাতে ঠান্ডা পানীয় জল ও শরবত বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেছে । তার এই উদ্যোগে সাড়া দেন স্থানীয়রা।আপন মনে পথচারী মানুষ গ্রহণ করছেন এই ঠান্ডা পানীয় জল এবং শরবত। অভিলাস সিংয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানান স্থানীয় জনগণ।পাশপাশি অভিলাস এই তীব্র দাববাহে সমাজের সকল অংশের বিশেষ করে যুবকদের অংশগ্রহণ করার আবেদন করেন।
Recent Comments