প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৪ সেপ্টেম্বর,,
শনিবার ১৪ সেপ্টেম্বর (আজ) আগরতলা সিটি সেন্টারের আর্ট গ্যালারিতে শুরু হচ্ছে রাজ্য এবং কলকাতার সুপরিচিত বুটিক শিল্পী সুতপার পোশাকের প্রদর্শনী। দুর্গোৎসবকে সামনে রেখে “উৎসব” নামের এই প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠান হবে দুপুর ১ টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিপার্ডের ফ্যাকাল্টি মেম্বার ডক্টর বন্ধনা সিনহা । সম্মানিত অতিথি হিসেবে থাকবেন ললিত কলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ডক্টর রেশমি রঞ্জন, ওওএমএস-র প্রেসিডেন্ট রাখী কুমার, সরকারি আর্ট কলেজের প্রিন্সিপাল অভিজিৎ ভট্টাচার্য্য সহ অন্যরা। তিন দিনের এই প্রদর্শনী চলবে ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। এই প্রদর্শনীকে সামনে রেখে শুক্রবার সুতপার পোশাক সম্ভারে সেজে ওঠে সিটি সেন্টারের আর্ট গ্যালারি। নিজের ব্যস্ততার মধ্যেও শিল্পী সুতপা দাস এদিন নর্থ ইস্ট প্রতিধ্বনি প্রতিনিধির সঙ্গে কথা বলেন এবং নিজের কাজের অভিজ্ঞতা সহ বিভিন্ন বিষয়ে তুলে ধরেন। সুতপা দাস বলেন পোশাকের উপর ট্রেডিশনের সাথে ফ্যাশনের মেল বন্ধন করে নিজের ভাবনাকে জুড়ে নতুন কিছু তুলে ধরাই তার কাজের বৈশিষ্ট্য। প্রদর্শনীতে রাখা প্রত্যেকটা পোশাক নকশা(ডিজাইন) ,কারুকার্য এবং বৈশিষ্ট্যে প্রত্যেকটা থেকে আলাদা। সবগুলোতেই বৈচিত্র রয়েছে।
সুতপার উৎসব প্রদর্শনীতে হাতের কারুকার্য করা শাড়ি, ছেলেদের পোশাক এবং বিশেষ ধরনের অলংকার রয়েছে। শাড়ীর ক্ষেত্রে মুর্শিদাবাদী সিল্ক, কটন হ্যান্ডলুম, তাঁত, ঢাকাই মুসলিন, তসর, সুতপার শিল্পের অন্যতম বৈশিষ্ট্য। প্রসঙ্গত ত্রিপুরা এবং কলকাতায় বুটিক শিল্প জগতে সুপরিচিত সুতপা দাস একাধারে গৃহিণী, মা এবং নিজের হাতের কাজের মাধ্যমে স্বাবলম্বী হতে চাওয়া হাজারো মহিলার পথপ্রদর্শক। একাধিক জায়গায় তার নিজস্ব কারখানা রয়েছে যেখানে অনেক মহিলা স্বাবলম্বী হওয়ার পথ খুঁজে পেয়েছেন।
কলকাতা ,আগরতলা এবং আন্তর্জাতিক স্তরে সুতপা দাসের প্রদর্শনী এবং পোশাকের বিশেষ চাহিদা রয়েছে। প্রায় প্রতিবছরই দুর্গোৎসবের আগে আগরতলায় সুতপার পোশাকের প্রদর্শনী হয়ে থাকে। সুতপা দাস বলেন প্রতিটা প্রদর্শনীর শেষে তিনি নতুন অভিজ্ঞতা সঞ্চয় করেন এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন করে পথ চলা শুরু করেন। সুতপা দাস আরো জানিয়েছেন বন্যা দুর্গত ত্রিপুরায় বর্তমান সামাজিক পরিস্থিতির নিরিখে এবারের প্রদর্শনী অনেকটা ছোট পরিসরে আয়োজন করা হয়েছে। একই সঙ্গে তিনি ঘোষণা করেছেন প্রদর্শনীর লভ্যাংশের একটা বিশেষ অংশ তিনি বন্যা দুর্গতদের মধ্যে সাহায্য করবেন।
Recent Comments