সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,১১ ফেব্রুয়ারি,,
রোমান্স ক্রিপ্ট ইস্যুতে তিপরা মথার ছাত্র সংগঠন টিআইএসএফের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হচ্ছে সোমবার সকাল ছয়টা থেকে। টিআইএসএফ এর ধর্মঘটে সমর্থন জানিয়ে পৃথকভাবে ধর্মঘটের ডাক দিয়েছে টি এস এফ। এমন কি বামপন্থী উপজাতি ছাত্র সংগঠনও এই ধর্মঘটের পক্ষে রয়েছে। সোমবার সকাল থেকে রাজ্যের গ্রাম পাহাড় এবং রাজধানী আগরতলাতেও ধর্মঘটের সমর্থনের পিকেটিং চলবে বলে খবর। রেলপথ এবং সড়ক পথে অবরোধের পরিকল্পনায় রবিবার রাত থেকেই বিভিন্ন স্থানে অবস্থান শুরু করেছে পিকেটাররা। রাজ্যের সবকটি মহকুমার পাশাপাশি আগরতলায় উত্তর গেইট এবং সার্কিট হাউজ সহ নির্দিষ্ট কিছু স্থানে ধর্মঘটের সমর্থনে পিকেটিং হবে।
।
তবে পুলিশ সদর দপ্তর সূত্রের দাবি ধর্মঘটে সাধারণ জীবন যাত্রা যাতে কোনো প্রভাব না পড়ে তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের এক কর্মকর্তা জানান ধর্মঘটকে সামনে রেখে রাজ্যের সবকটি থানাকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। পুলিশ এবং অতিরিক্ত টিএসআর সহ বিভিন্ন স্থানে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মাঠে নামানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। কিন্তু পুলিশের এই প্রস্তুতির বাইরে উপজাতি ছাত্র সংগঠনের ঢাকা ধর্মঘটকে কেন্দ্র করে আতঙ্ক রয়েছে সাধারণ নাগরিক মহলে। স্কুল কলেজের ছাত্র ছাত্রী সহ সরকারি কর্মচারীরা অনিশ্চয়তায় ভুগছেন। কারণ ধর্মঘটে যান চলাচলের বিঘ্ন ঘটলে অনেকেই সঠিক সময়ে স্কুল কলেজে পৌঁছাতে পারবেন না। তাছাড়া ধর্মঘটকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই অপ্রীতিকর ঘটনার আশঙ্কা থাকে। এক্ষেত্রে রাজ্য সরকারের স্পষ্ট কোন বার্তা না থাকায় নাগরিকরা উৎকন্ঠায় রয়েছেন । বিশেষত পাহাড় অধ্যুষিত এলাকা এবং মিশ্র বসতির এলাকা গুলিতে ধর্মঘটকে কেন্দ্র করে সাধারণ জীবন যাপন ব্যাহত হওয়ার আশঙ্কায় ভুগছেন নাগরিকরা।
Recent Comments