সংবাদ প্রতিনিধি,, চুড়াইবাড়ি,,৮ ডিসেম্বর,,
জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক অটো চালকের। দুর্ঘটনা ঘটে শুক্রবার দুপুরে আসাম আগরতলা জাতীয় সড়কের ত্রিপুরার আমবাসা থানাধীন জিউল ছড়ার মাসুরাই পাড়ায় । মৃত অটো চালকের নাম মোনাচরণ রিয়াং। ঘটনার পর ঘাতক ডাম্পার গাড়িতে আগুন লাগিয়ে দেন উত্তেজিত জনতা। খবর পেয়ে পুলিশ এবং দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীরা মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।
ঘটনার বিবরণে জানা যায় TR04 4241 নম্বরের যাত্রীবাহি অটোর সাথে বিপরিত দিক থেকে আসা TR01 -AV-1871 নম্বরের ডাম্পার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে অটো দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে মৃত্যু হয় অটো চালকের। ঘটনায় উত্তেজনা ছড়ায় স্থানীয়দের মধ্যে। কয়েকজন উত্তেজিত হয়ে ডাম্পার গাড়িতে আগুন লাগিয়ে দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দমকল কর্মীরা। ছুটে যান এসডিপিও নিত্যানন্দ সরকার সহ আমবাসা থানার ওসি বিশ্বজিৎ দেববর্মা ও ট্রাফিকের ডিএসপি সমুদ্র দেববর্মা।তাদের প্রচেষ্টায় ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুলিশ ঘাতক গাড়িটি আটক করে দুর্ঘটনার মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।
Recent Comments