সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,১৫ নভেম্বর,,
দীপাবলীর উৎসবে ঘুরতে বের হয়ে বন্ধুর বাইক থেকে ছিটকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক যুবতীর। মৃত যুবতীর নাম সুস্মিতা দাস@ মুন্না (১৮)। বাড়ি আগরতলা ভট্টপুকুর এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায় সুস্মিতা মঙ্গলবার সন্ধ্যায় দীপাবলির মেলাতে যাবে বলে বাড়ি থেকে বের হয়েছিল। এক বন্ধুর সাথে সে উদয়পুর মাতাবাড়িতে গিয়েছিল বলে পুলিশ সূত্রের দাবি। উদয়পুরের দেবরাজ দেব নামে সেই বন্ধুর সাথে বাইকে করে বাড়ি ফেরার পথে সে দুর্ঘটনায় পড়ে। রাত সাড়ে নয়টা নাগাদ আগরতলা সাবরুম জাতীয় সড়কের চড়িলাম বনকুমারিতে তাদের বাইক এবং একটি দ্রুতগামী বোলেরো গাড়ির সংঘর্ষ হয় বলে বিশালগড় থানার পুলিশ সূত্রে জানা গেছে। দুর্ঘটনায় বাইকের পেছন থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় সুস্মিতা দাস। আহত হয় বাইক চালকও । স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। রাতে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সুস্মিতা দাসের। সুস্মিতার এই মর্মান্তিক মৃত্যুতে তার মা সহ পরিবারের লোকজন শোকাহত রয়েছেন। বিশালগড় থানার পুলিশ সেই দুর্ঘটনায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছেন। জানা গেছে বাইকের সঙ্গে যে বোলেরো গাড়ির( TR08- 0246) ধাক্কা লেগেছিল সেই গাড়িতে কেন্দ্রীয় সরকারের ‘ কাস্টম’ বিভাগের বোর্ড রয়েছে। পুলিশ গাড়ি এবং বাইক থেকে আটক করে নিয়েছে।অন্যদিকে বুধবার আসাম আগরতলা জাতীয় সড়কের রানীবাজার কড়ুইবন এলাকায় লরির ধাক্কায় আহত হয়েছেন এক অটো চালক।

জিবি হাসপাতালে আহত ভক্ত সাহা
আহত অটো চালকের নাম ভক্ত সাহা (৪৩) গুরুতর আহত অবস্থায় সেই অটো চালককে জিবি হাসপাতালে ভর্তি করেছে দমকল বিভাগের কর্মীরা।
Recent Comments