Tuesday, July 1, 2025
Google search engine
Homeত্রিপুরার খবরজেলার খবরজলের অভাবে রাস্তা অবরোধ উদয়পুর কিল্লা সড়কে,,

জলের অভাবে রাস্তা অবরোধ উদয়পুর কিল্লা সড়কে,,

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,৮ নভেম্বর,,

শীতের মৌসুম শুরু হতেই রাজ্যের বিভিন্ন দিকে শুরু হয়ে গেছে তীব্র জল সঙ্কট। বাড়ি ঘরে জলের উৎস শুকানোর পাশাপাশি শুকিয়ে যাচ্ছে নদী নালা সহ ছড়ার জল। তৃষ্ণা মেটাতে পানীয় জলের অভাবে হাহাকার শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন গ্রাম পাহাড় এলাকায়। অভিযোগ অটল জল ধারায় বিভিন্ন গ্রামে জলের লাইন বসিয়ে নল লাগানো হলেও সেখানে পানীয় জলের দেখা মিলছে না। পানীয় জলের অভাবে স্বাভাবিক জীবনযাপনের অধিকার হারাচ্ছেন নাগরিক মহল। সুখা মরশুম শুরুতেই রাজ্যের বিভিন্ন দিকে জলের দাবিতে রাস্তায় নামতে হচ্ছে নাগরিকদের। বুধবার জলের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করেন উদয়পুর কিল্লা সড়কের রাইয়াবাড়ী এলাকার নাগরিকদের একাংশ। অভিযোগ রাইয়াবাড়িতে ২০১৮ সালের পর থেকে পানীয় জলের অভাব চলছে বলে নাগরিকদের অভিযোগ। বছরের অধিকাংশ সময় তাদের বৃষ্টির জল, ছড়া এবং নদীর জলের উপর নির্ভরশীল থাকতে হচ্ছে। বছর কয়েক আগে প্রধানমন্ত্রীর অটল জল যোজনায় এলাকাতে জলের পাইপলাইন বসানো হয় এবং বাড়িঘরে নলের সংযোগ দেওয়া হয়। কিন্তু বছর গড়ালেও সেইসব নল দিয়ে জল পাচ্ছেন না স্থানীয় নাগরিক মহল। পঞ্চায়েত এবং স্থানীয় জনপ্রতিনিধিরা এই নিত্য সমস্যা নিয়ে কোন হেলদোল দেখাচ্ছেন না। এলাকাতে যাদের সামর্থ্য আছে তারা সাবমারসিবল বসিয়ে বাড়ি ঘরে নিজেদের জলের ব্যবস্থা করছেন। কিন্তু যাদের সামর্থ্য নেই এমন অধিকাংশ পরিবার নিত্য জলের অভাবে ভুগছে। ক্ষোভের মুখে তারাই এদিন রাস্তায় বসে আন্দোলন করেন। ক্ষুব্দ নাগরিকরা রাস্তার দুই পাশে আটকে দেন যানবাহন। দীর্ঘ কয়েক ঘন্টা চলে এই রাস্তা অবরোধ। পরে মহকুমা প্রশাসকের প্রতিনিধি দল সেখানে গিয়ে প্রয়োজনে ট্যাঙ্কার দিয়ে অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করার আশ্বাস দেন। প্রশাসনের আশ্বাসে পরে রাস্তা অবরোধ মুক্ত হয়।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments