প্রতিধ্বনি প্রতিনিধি,, বক্সনগর,, ১০ আগস্ট,,
পুলিশ আধিকারিকের পর এবার নিজের জন্মজাত সন্তান খুনের অভিযোগ উঠল এক জনজাতি মায়ের বিরুদ্ধে। অভিযোগ নিজের পাঁচ মাসের মেয়ে সন্তানকে বালিশ চাপা দিয়ে খুন করেছেন জন্মদাত্রী মা। পুলিশ খুনের মামলা নিয়ে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে। চাঞ্চল্যকর এই ঘটনা রবিবার ১০ আগস্ট বিকেলে ত্রিপুরার সিপাহীজলা জেলার রাম পদপাড়া এডিসি ভিলিজে। এলাকার অমিত দেববর্মা স্ত্রী সুচিত্রা দেববর্মা নিজের পাঁচ মাসের মেয়ে সন্তান রিমি দেববর্মাকে বালিশ চাপা দিয়ে খুন করেছেন বলে অভিযোগ। নিজের ঘরেই তিনি শিশু কন্যাকে হত্যা করেছেন। অভিযোগ মহিলা অন্য আরেকজনের প্ররোচনায় এই জঘন্যতম অপরাধে সংঘটিত করেছেন। মৃত শিশু কন্যার দাদুর কাছ থেকে অভিযোগ পেয়ে সোনামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। থানার ওসি তাপস দাসের নেতৃত্বে পুলিশ গ্রেপ্তার করেছেন। প্রাথমিকভাবে মহিলা খুনের দায় স্বীকার করেছেন বলে জানা গেছে। পুলিশ শিশু কন্যার মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাতে ব্যাপক চাঞ্চল্য রয়েছে। প্রসঙ্গত দুদিন আগেই একটি এসার জোয়ানের বিরুদ্ধে নিজের শিশুকন্যাকে বিষ দিয়ে হত্যার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় অভিযোগ করেছিলেন শিশু কন্যার মা।
Recent Comments