প্রতিধ্বনি প্রতিনিধি,, উদয়পুর,, ২৪ জুন,,
জঙ্গলের ভেতরে বন্য হাতের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে ত্রিপুরার অমরপুর-উদয়পুর সড়কের মাতরাঙ্গিবাড়ি এলাকায়। রাস্তা থেকে কিছুটা দূরে জঙ্গলের ভেতরে সোমবার সকালে হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। প্রাথমিক তদন্তের পর বন দপ্তরের একাংশের দাবি বিদ্যুৎপৃষ্ট হয়ে হাতিটি মারা গেছে।
যেখানে হাতির মৃতদেহ উদ্ধার হয়েছে সেখানে মাটি থেকে মাত্র ৮ ফুট উচ্চতায় উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তার ঝুলে আছে। ধারণা করা হচ্ছে হাতি চলার সময় সুর উঠাতেই বিদ্যুতের তারের সংস্পর্শে বিদ্যুৎ পৃষ্ঠ হয় এবং মারা যায়। এই ঘটনায় বিদ্যুৎ দপ্তরের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে। তবে মৃত্যুর কারণ নিয়ে ঘটনাস্থলে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি। বন দপ্তরের আধিকারিকরা বিষয়টি নিয়ে তদন্তের পরেই সরকারি তথ্য জানাবেন বলে জানা গেছে।
Recent Comments