প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,৬ মে,,
ভারতরত্ন সংঘের ক্লাব সেক্রেটারি হত্যাকাণ্ডে আরো একজনকে গ্রেফতার করলো এয়ারপোর্ট থানার পুলিশ। আগরতলার শালবাগান হাতিপাড়ায় দুর্গা প্রসন্ন দেব হত্যাকাণ্ড পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে বীর চক্র ঘোষকে। রবিবার বিকেলে এয়ারপোর্ট থানার পুলিশের একটি দল কলকাতা পুলিশের সহায়তায় বীরচন্দ্র ঘোষকে গ্রেফতার করেছে বলে খবর। সোমবার তাকে আগরতলায় নিয়ে আসা হতে পারে। প্রসঙ্গত ধৃত বীরচক্র ঘোষের বাড়ি উষাবাজার ছিনাইহানি এলাকায়। তিনিও নিগো মাফিয়া হিসেবে পরিচিত রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা রাতে শালবাগান হাতিপাড়ায় গুলি করে খুন করা হয়েছিল ভারতরত্ন সংঘের ক্লাব সেক্রেটারি দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকিকে। এই খুনের পরই বীর চক্র ঘোষ কলকাতায় পালিয়ে যান বলে পুলিশ সূত্রের দাবি। পুলিশ তার খোঁজখবর করে রবিবার কলকাতা থেকে তাকে গ্রেফতার করেছে। অন্যদিকে এই মামলায় খুব শীঘ্রই পুলিশ ধৃত সুস্মিতা সরকারের মা ওমা সরকারকেও গ্রেপ্তার করবে। জিবি হাসপাতালে চিকিৎসাধীন উমা সরকার কড়া পুলিশ নজরদারির মধ্যে রয়েছেন। সোমবারই পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে জিবি হাসপাতাল থেকে সরাসরি আদালতে হাজির করতে পারে বলে খবর। মামলায় ইতিপূর্বে গ্রেপ্তার প্রদ্যুৎ ধর চৌধুরী এবং সুস্মিতা সরকার এখনো পুলিশ হেফাজতে রয়েছেন। পুলিশ হেফাজতে সুস্মিতা সরকারের কাছ থেকে এই খুনের মামলা সম্পর্কিত চাঞ্চল্যকর তথ্য উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রের দাবি।
Recent Comments