Monday, October 20, 2025
Google search engine
Homeজাতীয় খবরচাকরি পরীক্ষা দিতে শিলচরে বাস দুর্ঘটনার কবলে ত্রিপুরার প্রার্থীরা; হত ২ আহত...

চাকরি পরীক্ষা দিতে শিলচরে বাস দুর্ঘটনার কবলে ত্রিপুরার প্রার্থীরা; হত ২ আহত ৬!

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২ মে,,

গোহাটিতে চাকরির পরীক্ষা দিতে গিয়ে বাস দুর্ঘটনায় মৃত্যু হল ত্রিপুরার দুই চাকরিপ্রার্থী যুবকের। আহত হয়েছেন ৬ জনের বেশি। বুধবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে আসামের শিলচর ডিমা হাসাউজেলার ডিটকছড়ায় । ভারী বৃষ্টির ফলে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়েফেলে এবং ব্রিজের উপর থেকে যাত্রীবাহী বাস উল্টে পড়ে এই দুর্ঘটনা বলে জানা গেছে। পুলিশ সূত্রের খবর এই দুর্ঘটনায় দুর্ঘটনায় ঘটনাস্থলেই দীপরাজ দেববর্মা (২৭) নামে ত্রিপুরার কমলপুরের এক যুবকের মৃত্যু হয়।

ত্রিপুরার আরো এক যুবকের মৃত্যুর খবর থাকলেও সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। যাত্রীবাহী এই বাসে করে ত্রিপুরার কিছু যুবক ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের চাকরি পরীক্ষা দিতে গোহাটির উদ্দেশ্যে রওনা হয়েছিল। সূত্রের দাবি মেঘালয় রাস্তার উপর পাহাড় ধ্বসে পড়ায় চালক সেই রাস্তা দিয়ে না গিয়ে শিলচর হাফলং সড়ক দিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সেই পথেই প্রবল বৃষ্টির ফলে গভীর রাতে বাসটি দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনায় আহতরা শিলচরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় এই হতাহতের খবরে ত্রিপুরার নাগরিক মহলে শোক এবং ক্ষোভ রয়েছে। কারণ ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের এই পরীক্ষা বাতিল করার জন্য বামপন্থী ছাত্র যুব সংগঠন, কংগ্রেসের ছাত্র সংগঠন , ত্রিপুরা পিপলস পার্টির তরফে একাধিকবার ব্যাংক কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছিল।

একাধিকবার ডেপুটেশনও দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে আসামের প্রার্থীদের সুযোগ করেদিতে ব্যাংক কর্তৃপক্ষ আউটসোর্সিং-র মাধ্যমে বহিরাজ্যে পরীক্ষার ব্যবস্থা করেন এবং রাজ্যের বেকারদের পকেটের পয়সা খরচ করে ঝুঁকি নিয়ে সেখানে যেতে বাধ্য করেন বলে অভিযোগ। সেই পরীক্ষা দিতে বহিরাজ্যে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাজ্যের যুবকরা। এই দুর্ঘটনা এবং প্রাণহানির জন্য ব্যাংক কর্তৃপক্ষকে দায়ী করছেন অভিভাবক মহল।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments