প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,১৪জুন,,
এডিসির উত্তরপত্র ফাঁসের ঘটনায় এবার নিজের দলের প্রশাসনের বিরুদ্ধে সরব হলেন তিপড়া মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা। ২৪ রামচন্দ্রঘাট থেকে নির্বাচিত তিপড়া-মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা উত্তরপত্র ফাঁসের ঘটনায় নিয়োগ বোর্ডের চেয়ারম্যান দাতা মোহন জমাতিয়ার বিরুদ্ধে এফআইআর করে তাকে আইনের সামনে দাঁড় করানোর দাবি তুলেছেন। ১৩ জুন বিধায়ক রঞ্জিত দেববর্মা পৃথক পৃথক দুটি চিঠি দিয়েছেন এডিসির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সিকে জমাতিয়াকে। সেই চিঠিগুলির প্রতিলিপি দিয়েছেন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মনকে। তিনি একটি চিঠিতে চেয়ারম্যান দাতা মোহন জমাতিয়ার নেতৃত্বে এডিসির নিয়োগ বোর্ডের অধীনে ইতিপূর্বের সমস্ত চাকরি বাতিল করার দাবি করেছেন।
অন্য আরেকটি চিঠিতে চাকরি কেলেঙ্কারির সুষ্ঠু তদন্ত সহ নিয়োগ বোর্ডের চেয়ারম্যান দাতা মোহন জমাতিয়া এবং অন্য পাঁচ বোর্ড সদস্যদের বিরুদ্ধে এফআইআর করে তাদেরকে আইনের মুখোমুখি করার দাবি তুলেছেন।
একইভাবে তিনি এই চাকরি কেলেঙ্কারির ঘটনার তদন্ত প্রক্রিয়া চলাকালীন সময়ে এডিসির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সিকে জমাতিয়াকে দায়িত্ব থেকে সরিয়ে রাখার দাবি তুলেছেন। বিধায়ক রঞ্জিত দেববর্মা বলেন এই চাকরি কেলেঙ্কারিতে নিয়োগ বোর্ডের চেয়ারম্যান দাতা মোহন জমাতিয়ার ভূমিকা রহস্যজনক। দাতা মোহন জমাতিয়া চাকরি পরীক্ষার প্রশ্ন এডিসির সদর দপ্তরে না রেখে আগরতলা কৃষ্ণনগরে নিজের বাড়িতে রেখেছিলেন বলে অভিযোগ। পাশাপাশি প্রশ্ন তুলেছেন এডিসির ডেপুটি অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে চাকরির পরীক্ষা হওয়ার আগেই কেন বোর্ড চেয়ারম্যান দাতা মোহন জমাতিয়া উত্তরপত্র তৈরি করেছিলেন। এসব ঘটনায় আইনি নিয়ম মেনে নিয়োগ বোর্ডের চেয়ারম্যান দাতা মোহন জমাতিয়া সহ অন্যান্য সদস্যদের বিরুদ্ধে পৃথক এফআইআর করে তদন্তের দাবী করেছেন তিনি। মথা পরিচালিত এডিসি প্রশাসনের বিরুদ্ধে এবার খোদ স্বদলীয় বিধায়কের এই ধরনের চিঠি দলের অন্দরে অস্থিরতা তৈরি করেছে। বিধায়ক রঞ্জিত দেববর্মা বলেন তিনি রাজনীতির উর্ধ্বে রাজ্যের বেকারদের স্বার্থে এই ধরনের দাবি তুলেছেন।প্রসঙ্গত ৯ জুন টিটিএডিসির অধীন সাব জোনাল ডেপুটি অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসারের ১১০ টি পদের জন্য লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার একদিন আগে ৮ জুন সেই পরীক্ষার উত্তরপত্র ফাঁস হয়ে যায়। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত চলছে। অন্যদিকে ১৪ জুন এডিসি প্রশাসন এই পরীক্ষার জন্য পুনরায় নিয়োগ বোর্ড গঠন করেছে। ৫ সদস্যের নতুন নিয়োগ বোর্ডে চেয়ারম্যান করা হয়েছে এডিসির ডেপুটি চিপ এক্সিকিউটিভ অফিসার বুধিলিয়ান রাংখলকে।
Recent Comments