সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ১৭ জানুয়ারি,,
শীতের সকালে কলেজে যাওয়ার পথে বাস দুর্ঘটনায় আহত হলেন আগরতলা এনআইটি কলেজের ৬ ছাত্রছাত্রী। আহত হয়েছেন বাসের চালক এবং সহচালক। বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে রানির বাজার থেকে জিরানিয়া এনআইটি কলেজে যাওয়ার পথে কবড়াখামার এলাকায়। টি আর ০১ বি ১৩৮৫ নম্বরের বাসে ছাত্রছাত্রীরা কলেজে যাচ্ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে চলন্ত বাসের বাসের ব্রেক আটকে গিয়ে বাসটি দুর্ঘটনায় পড়ে এবং রাস্তার পাশে থাকা জলাশয়ে উল্টে পড়ে। শীতের সকালে এই দুর্ঘটনায় বাসের মধ্যে থাকা ছাত্র-ছাত্রীরা আহত হন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয় লোকজন উদ্ধারকার্যে নামেন। খবর পেয়ে এনআইটি কলেজ থেকে এম্বুলেন্স নিয়ে ছুটে আসেন অধিকর্তা সহ কয়েকজন শিক্ষক সদস্য। অল্প আহতদেরকে এনআইটি কলেজের হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। পরে কয়েকজনকে ভর্তি করা হয়েছে জিবি হাসপাতালে। ছাত্রছাত্রীরা সবাই বিপদমুক্ত রয়েছেন বলে জানা গেছে।
সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র ছাত্রীদের আহত হওয়ার ঘটনায় নিজের সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। জানা গেছে আহতদের মধ্যে একা মজুমদার, সিগ্ধা পাল, অভিষেক সিংহ, তামান্না দাস তালুকদার, শঙ্কর দাস জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Recent Comments