প্রতিধ্বনি প্রতিনিধি,, উদয়পুর,, ২৩ জুন,,
ত্রিপুরায় এসে ছিনতাইবাজের কবলে পড়ে রীতিমতো সর্বস্বান্ত হয়ে গেলেন এক বাংলাদেশী দম্পতি। ত্রিপুরার মন্দির নগরী উদয়পুরে এক গাড়িচালক তাদের কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ। ক্ষতিগ্রস্ত বাংলাদেশী দম্পতি উদয়পুরে থানা পুলিশের দ্বারস্থ হলেও রবিবার রাতে খবর লেখা পর্যন্ত এই ঘটনায় পুলিশ ছিনতাইবাজকে গ্রেফতার করতে পারেনি কিংবা তাদের টাকা উদ্ধার করে দিতে পারেনি বলে জানা গেছে। ঘটনার বিবরণে জানা যায় বাংলাদেশ থেকে কয়েকদিন আগে ত্রিপুরায় এসেছেন বাংলাদেশের চট্টগ্রামের রাজিব কুমার দেব এবং তার স্ত্রী মনীষা দেব। রাজীব কুমার দেবের চিকিৎসার জন্য তারা কলকাতায় যাওয়ার কথা। প্রথমবার ত্রিপুরায় আসার পর কলকাতা যাওয়ার আগে তারা বিলোনিয়ার এক নিকট আত্মীয়ের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন। ২০ জুন উদয়পুর ব্রহ্মবাড়ি থেকে একটি ইকো গাড়ি নিয়ে তারা বিলোনিয়ার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু মাঝ রাস্তায় গিয়ে সেই গাড়িচালক তাদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে এবং তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয়। তারা গাড়ি থেকে নামার সময় গাড়ি চালক মহিলার কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। মহিলার বিবরণ সেই ব্যাগের ভেতরে আমেরিকান ডলার সহ বাংলাদেশি এবং ভারতীয় টাকা ছিল।
(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)
চিকিৎসার জন্য বাংলাদেশের দম্পতি এই টাকা নিয়ে ভারতে এসেছিলেন। ছিনতাইবাজ সেই টাকা নিয়ে যাওয়াতে এখন তারা সর্বস্বান্ত হয়ে গেছেন। টাকা হারিয়ে এখন তাদের চিকিৎসা করতে যাওয়া তো দূরের কথা নিজের বাড়িতে ফেরা কষ্টকর হয়ে গেছে। তারা পুলিশের কাছে কাতর আর্জি জানাচ্ছেন তাদের টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা করে দিতে। এই ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশের ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিয়ে। এই ধরনের ঘটনা রাজ্যের পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তথ্যবিজ্ঞ মহলের দাবি।
Recent Comments