প্রতিধ্বনি প্রতিনিধি,, খোয়াই,, ৪ মার্চ,,
সিধাই মোহনপুর থেকে বহিরাজ্য পাচারের পথে খোয়াই থানার পুলিশের হাতে ধরা পরল ৫০ কেজি শুকনো গাজা। একটি বিলাসবহুল গাড়ির সিএনজি সিলিন্ডারের ভেতর সহ বিভিন্ন গোপন চেম্বারে করে এসব গাঁজা পাচারের চেষ্টা হয়েছিল। গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে খোয়াই থানার পুলিশ বেলফাং নাকা পয়েন্টে টিআর ০১ সিএ ০৩১৯ নম্বরের বিলাস বহুল গাড়িটি আটক করে। আটক করা হয় গাড়ি চালককে। পরবর্তীকালে একজন ম্যাজিস্ট্রেটের সামনে গাড়িতে তল্লাশি চালিয়ে ৪৯. ৫ কেজি শুকনো গাজার প্যাকের উদ্ধার হয়েছে।
(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)
খোয়াই থানার ওসি সুবির মালাকার , সহ এইচডি পিও রঙ্গদুলাল দেববর্মা এই অভিযানের নেতৃত্বে ছিলেন। পুলিশ এমডিপিএস আইনে মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
Recent Comments