প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১০ এপ্রিল,,
প্রতিবেশীর বাড়িতে খেলতে গিয়ে কেরোসিন পান করে মৃত্যু হল দুই বছরের শিশু কন্যার। মর্মান্তিক এই ঘটনা বিলোনিয়া থানাধীন আই সি নগর এলাকায়। মৃত শিশু কন্যার নাম শিবানী দেবনাথ। তার মায়ের বিবরণ বুধবার সে বাড়িতে খাবার খেয়ে প্রতিবেশীর বাড়িতে খেলতে গিয়েছিল। সেখানে এসে কোনভাবে কেরোসিন পান করে নেয়। কিছুক্ষণ পর তার মুখ দিয়ে লালা ঝরতে শুরু করে। পরিবারের লোকজন গন্ধ পেয়ে বুঝতে পারেন শেখ কেরোসিন খেয়েছেন। প্রথমে তাঁকে মহাকুমা হাসপাতাল এবং পরবর্তীকালে জিবি হাসপাতাল আনা হয়। জিবি হাসপাতালে আনার পর রাতে শিশু কন্যার মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় মৃতের পরিবার সহ এলাকাবাসীর মধ্যে শোক রয়েছে।
Recent Comments