প্রতিধ্বনি প্রতিনিধ,, আগরতলা,, ৭ আগস্ট,,
খয়েরপুর চাঁনপুরে উদ্বোধন হলো অত্যাধুনিক টাইলস এবং মার্বেলের শোরুম। ‘সান হার্ট ক্যারামেক্স’ নামে সেই টাইলস শোরুমের উদ্বোধন করেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী রাজেশ ভৌমিক সহ অন্যান্যরা। এই শোরুমে সঠিক দামে অত্যন্ত গুণগতমানের অত্যাধুনিক টাইলস এবং মার্বেল পাথর সহ বাথরুমকে সাজানোর অনন্য জিনিসপত্র পাওয়া যাবে।
Recent Comments