সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,৫ এপ্রিল,,
বিধায়ক রতন চক্রবর্তীর নেতৃত্বে রীতিমতো বিরোধী শূন্য হতে চলেছে খয়েরপুর। প্রতিদিন দলবলে বিরোধী দল ছেড়ে শাসক দলে যোগ দিচ্ছেন এলাকার নাগরিক মহল। শুক্রবার খয়েরপুর বিধানসভার পূর্ব নোয়াগাঁও দুধ পাতিল এলাকায় সিপিএম দলের প্রাক্তন উপপ্রধান সহ বিজেপিতে যোগদান করলেন ২৪৫ জন ভোটার। এলাকার প্রাক্তন উপপ্রধান শঙ্কর দাস বৈষ্ণব এবং প্রাক্তন লোকাল কমিটির সদস্য মতিলাল দেবনাথ, কৃষ্ণ দাস বৈষ্ণব, হরিপদ বৈষ্ণব, শুকলাল চৌধুরী সহ ২৪৫জন সিপিএম পার্টির সমর্থক সিপিএম দলত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে দলে বরণ করে নেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। এই দল-বদল অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক জনসমর্থন লক্ষ্যনিয়ছিল।
Recent Comments