Sunday, December 22, 2024
Google search engine
Homeজাতীয় খবরকোরবানীর ফটো আপলোড করবেন না ! ঈদের শুভেচ্ছা সহ বার্তা নদ‌ওয়ার ।

কোরবানীর ফটো আপলোড করবেন না ! ঈদের শুভেচ্ছা সহ বার্তা নদ‌ওয়ার ।


প্রতিধ্বনি প্রতিনিধি,, বিশালগড়,, ১৫ জুন,,

১৭ জন সোমবার মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল আযহা তথা কুরবানীর ঈদ উৎসব। গোটা দেশ এবং বিশ্বের সাথে রাজ্যের মুসলিম সম্প্রদায়ের লোকেরা এই উৎসবের প্রস্তুতিতে রয়েছেন। ঈদুল আযহা তথা কুরবানী ঈদের প্রধান বৈশিষ্ট্য হলো আল্লাহর নামে চতুষ্পদী হালাল পশু কুরবানী দিয়ে সমাজের দরিদ্র অংশের মধ্যে সেই পশুর মাংস বিতরণ করা। সম্প্রীতির রাজ্য ত্রিপুরায় বরাবরই এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সব অংশের মানুষের মধ্যে উৎসাহ দেখা যায়। ঈদকে সামনে রেখে শনিবার ত্রিপুরা রাজ্যিক এমারতে শয়ীয়াহ ও নদওয়াতুততামীর, সিপাহীজলা জেলা ও গোমতী জেলার যৌথ উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্রামগঞ্জ লুংতাং ছড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলনে ।

সাংবাদিক সম্মেলনে ধর্মীয় নেতৃত্বে আহ্বান রাখেন কুরবানী সংক্রান্ত কোনো ফটো বা ভিডিও যাতে কেউ সোশ্যাল মিডিয়াতে আপলোড না করেন। পাশাপাশি ঈদ উপলক্ষে যারা কোরবানি দেবেন তারা যাতে কোরবানির পশুর অপ্রয়োজনীয় বর্জনীয় অংশগুলো যথাযথভাবে মাটিতে পুঁতে দেন। যাতে করে কুকুর জাতীয় কোন পশু সেগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় না ফেলতে পারে। সাংবাদিক সম্মেলনে এই আহ্বান রাখেন ত্রিপুরা রাজ্যিক এমারতে শরয়ীয়াহ্ ও নদওয়াতুত্ তামীরের সম্পাদক মাওলানা জাকির হুসাইন আল-জলিলী। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা সেলিম মিঞা, জেলা সভাপতি মাওলানা আব্দুল কাদির, সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, জেলা সম্পাদক তথা জম্পুইজলা প্রেস ক্লাবের সভাপতি মাওলানা আমির হোসাইন, জেলা কমিটির সদস্য তথা জম্পুইজলা মহকুমা ওয়াকফ কমিটির চেয়ারম্যান মফিজ মিয়া সহ অন্যান্য নেতৃত্ব।ঈদ উপলক্ষে রাজ্যের হিন্দু-মুসলিম , জাতি-উপজাতি সব অংশের মানুষের প্রতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন নদ‌ওয়ার নেতৃত্ব।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments