Sunday, October 19, 2025
Google search engine
Homeত্রিপুরার খবরআগরতলা খবরকেউ আপনাদের বাঁচাতে পারবে না ! মাদক কারবারীদের করা হুঁশিয়ারী মুখ্যমন্ত্রীর।

কেউ আপনাদের বাঁচাতে পারবে না ! মাদক কারবারীদের করা হুঁশিয়ারী মুখ্যমন্ত্রীর।

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৭ জুলাইয়ে,,”আমরা সব জানি। আইনের বেড়াজালে যখন আটকাবেন কেউ আপনাদের বাঁচাতে পারবে না।” বৃহস্পতিবার এক সরকারি অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে ঠিক এই ভাবেই রাজ্যের মাদক কারবারীদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন “কাচের ঘরে থেকে ঢিল দিলে পরবর্তী কালে তোমারও একই অবস্থা হবে। সেটা বুঝা উচিত।” মুখ্যমন্ত্রী বলেন কিছু লোক রয়েছেন যারা পয়সার লোভে যে কোন জায়গায় যেতে পারেন। অনেকে আছেন সমাজে অনেক সভ্য, ভব্য লোক হিসেবে পরিচিত থেকেও এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত। নেশা মুক্ত সমাজ গড়তে মুখ্যমন্ত্রী তাদেরকে শুধরে যাওয়ার জন্য হুঁশিয়ারি দিয়েছেন।

প্রসঙ্গত বৃহস্পতিবার সর্বনাশা নেশা দ্রব্যের বিরুদ্ধে এবং বাল্যবিবাহের বিরুদ্ধে অভিভাবক এবং সমাজকে সচেতন করার উদ্দেশ্যে একটি সচেতনতামূলক অনুষ্ঠান হয় গান্ধীগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মাদক এবং বাল্যবিবাহ এই দুটিকেই সামাজিক ব্যাধি হিসেবে উল্লেখ করেছেন। মুখ্যমন্ত্রী বলেন এখনো কিছু কিছু এলাকায় বাল্যবিবাহ দেখা যাচ্ছে। সরকার এবং প্রশাসন কঠোরভাবে এই গুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। কিন্তু তারপরও একাংশ নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে গিয়ে সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন যারা এসব করছে তাদের সমস্ত তথ্য ‌ প্রশাসনের কাছে রয়েছে। তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী হুমকি দিয়েছেন। একইভাবে বাল্যবিবাহ এবং মাদকের বিরুদ্ধে লড়াইয়ে শিশু কিশোরদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র বিধায়ক দীপক মজুমদার সহ পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল উপস্থিত ছিলেন।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments