বিশালগড়,,৩ নভেম্বর,,
শারদ উৎসবকে কেন্দ্র করে অভিনব উদ্যোগ গ্রহণ করলেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। আরক্ষা প্রশাসন সহ প্রশাসনের বিভিন্ন বিভাগের যে সমস্ত আধিকারিক শারদ উৎসবের দিনগুলিতে নিজেদের ব্যক্তিগত এবং পারিবারিক আনন্দকে দূরে সরিয়ে উৎসবকে শান্তিপূর্ণ এবং আনন্দমুখর রাখতে প্রথম শাড়িতে থেকে কাজ করেন তাদেরকে সম্মান জানিয়েছেন বিধায়ক।
বিধায়ক সুশান্ত দেবের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল ” শারদ সৈনিক শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান।” “শারদ সৈনিক শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান”-এ দুর্গাপূজা এবং কার্নিভাল অনুষ্ঠানকে সর্বাত্মক শান্তিপূর্ণ এবং আলোক উজ্জ্বল রাখার জন্য আরক্ষা প্রশাসন এবং বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের সম্মান জানানো হয়। সম্মান জানানো হয় পূর্ত দপ্তর এবং অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিকদের।
শুক্রবার সন্ধ্যায় এই “শারদ সৈনিক শুভেচ্ছা জ্ঞাপন” অনুষ্ঠানটি হয় বিশালগড় সূর্যকিরণ বিয়ে বাড়ি হলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, জেলা পুলিশ সুপার বি জে রেড্ডি, মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন, বিশালগড় থানার ওসি তাপস দাস সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং কর্মীরা।এ বছর বিশালগড়ে সর্বপ্রথম দূর্গা পূজার পরে মায়ের বিদায় কার্নিভালের আয়োজন করা হয়েছিল । পুলিশ এবং প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মীদের সহযোগিতায় শান্তিপূর্ণ আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছিল মায়ের বিদায় কার্নিভাল। শারদ উৎসবের দিনগুলোতে প্রশাসনিক আধিকারিক এবং কর্মীদের নিরলস কর্মের জন্য তাদের ধন্যবাদ জ্ঞাপনের অঙ্গ হিসেবে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বলে বিধায়ক শ্রী দেব জানিয়েছেন।
Recent Comments