প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২ আগস্ট,,
প্রধানমন্ত্রীর ‘কিষান সম্মান নিধি’প্রকল্পের আওতায় উপকৃত হলেন খয়েরপুরের প্রায় দুই হাজার কৃষক। শনিবার কিষান সম্মান নিধি প্রকল্পের ২০ তম কিস্তির টাকা পৌঁছালো দেশের ৯ কোটি ৭০ লক্ষ অন্নদাতার ঘরে। এরমধ্যে ত্রিপুরার ২ লক্ষ ৮৪ হাজার কৃষক। এই তালিকায় খয়েরপুরে পুরাতন আগরতলা ব্লক এলাকার কৃষক রয়েছেন ১৮৬০ জন। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মূল অনুষ্ঠান থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের কৃষকদের একাউন্টে কিষান সম্মান নিধির ২০ তম কিস্তির টাকা পৌঁছে দেন। আগরতলায় মূল অনুষ্ঠান হয় এডি নগরে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যের কৃষি মন্ত্রী। একইভাবে খয়েরপুর পুরাতন আগরতলা ব্লকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষকদের একাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়া হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। ব্লক চেয়ারম্যান সহ আধিকারিক এবং কৃষক বন্ধুরা।
ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
অনুষ্ঠানে বিধায়ক রতন চক্রবর্তী বলেন এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে খয়েরপুর বিধানসভার প্রায় ১,৮৬০জন কৃষক বন্ধুদের ব্যাংক একাউন্টে সরাসরি ৩২ লক্ষ্য ৬ হাজার টাকা স্থানান্তরিত হয়েছে। তিনি দেশের প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তাভাবনা এবং কৃষক কল্যাণের কর্মসূচির প্রশংসা করেন। অনুষ্ঠানে বিভিন্ন পঞ্চায়েত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কৃষক সম্মান নিধির টাকা অ্যাকাউন্টে পেয়ে কৃষকদের মধ্যে সন্তুষ্টি লক্ষণীয় ছিল।

Recent Comments