প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,২ আগস্ট,,
গোটা দেশের সাথে রাজ্যের কৃষকরা প্রধানমন্ত্রীর কিষান সম্মান নিধি প্রকল্পের ২০ তম কিস্তির টাকা নিজেদের ব্যাংক একাউন্টে পেয়েছেন। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার রাজ্যের ২ লক্ষ ৮৪ হাজার কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে মোট ৪৫.৪৩ কোটি টাকা জমা দেওয়া হয় । কিষান সম্মান নিধি প্রকল্পের ২০ তম কিস্তির টাকা প্রদানের মূল অনুষ্ঠানটি হয় উত্তরপ্রদেশের বারানসীর বানাউলিতে । বানাউলিতে আয়োজিত এক কর্মসূচি থেকে এদিন দেশের প্রায় ৯ কটি ৭০ কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে মোট ২০ কোটি ৫০০ লক্ষ টাকা সরাসরি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানের অঙ্গ হিসেবেই আগরতলা অরুন্ধতীনগরে রাজ্য কৃষি অনুসন্ধান কেন্দ্রে বিশেষ অনুষ্ঠান হয় ।

সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ, পশ্চিম জেলার ভারপ্রাপ্ত জেলাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা। সেই অনুষ্ঠান থেকে রাজ্যের কৃষকদের একাউন্টে কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা ঢুকিয়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী বলেন এইপ্রকল্প প্রধানমন্ত্রী মোদীজীর কৃষকপ্রেম, স্বচ্ছ প্রশাসন ও ডিজিটাল ট্রান্সফার ব্যবস্থার এক অনন্য দৃষ্টান্ত।
অন্যদিকে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন এই প্রকল্প শুধু টাকার লেনদেন নয়, এটি এক বন্ধনের গল্প। প্রধানমন্ত্রী এবং দেশের কৃষকের মধ্যে বিশ্বাস, ভালোবাসা আর দায়িত্ববোধের সেতুবন্ধন।স্বচ্ছতা আর ডিজিটালের যুগে এই প্রকল্প হয়ে উঠেছে নতুন ভারতের প্রতীক। মাটির ঘ্রাণে ভেজা এই গল্পে, আজ নায়ক সেই কৃষক, যার হাত ধরে গড়ে উঠছে দেশ ও রাজ্যের ভবিষ্যৎ। এ এক নিঃশব্দ কাব্য, যা লেখা হচ্ছে প্রতিদিন গ্রাম ত্রিপুরার মাঠে আর পাহাড়ের গায়ে, ভারতের বুক জুড়ে। অনুষ্ঠানকে কেন্দ্র করে সুবিধাভোগী কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্যনিয়ছিল।
Recent Comments