প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২২ সেপ্টেম্বর,,
আগরতলা থেকে এবার বিমান পথে সরাসরি যাওয়া যাবে হায়দ্রাবাদে। আগরতলা থেকে হায়দ্রাবাদে সরাসরি বিমান চলাচলের খবর জানিয়েছে এমবিবি বিমানবন্দর। সোমবার ২৩ সেপ্টেম্বর থেকে এই বিমান পরিষেবার চালু হচ্ছে।
সোমবার সকাল ১০ টা নাগাদ আনুষ্ঠানিকভাবে যাত্রী নিয়ে হায়দ্রাবাদ থেকে আগরতলা অবতরণ করবে ইন্ডিগোর বিমান। ভ্রমন প্রিয় ত্রিপুরা বাসীর জন্য এটি একটি আনন্দ সংবাদ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। আগরতলা বিমানবন্দর সূত্রে জানা গেছে রবিবার, সোমবার, বুধবার এবং শুক্রবার সপ্তাহে এই চারদিন আগরতলা এমবিবি বিমানবন্দর থেকে থেকে হায়দ্রাবাদে সরাসরি বিমান যাতায়াত করবে।
Recent Comments