Tuesday, July 1, 2025
Google search engine
Homeত্রিপুরার খবরকাঁটাতারের বেড়া কেটে এপার থেকে ওপারে গরু; বিএসএফের ভূমিকা নিয়ে ক্ষোভ এলাকাবাসীর।

কাঁটাতারের বেড়া কেটে এপার থেকে ওপারে গরু; বিএসএফের ভূমিকা নিয়ে ক্ষোভ এলাকাবাসীর।

প্রতিধ্বনি প্রতিনিধি,, কমলপুর,, ৯ জুলাই,,

ইন্দো বাংলার ভারতীয় সীমান্তে নিরাপত্তা রক্ষায় নিয়োজিত বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন গ্রামবাসীরা। অভিযোগ রাতের অন্ধকারে কাঁটাতারের বেড়া কেটে এপারের বাড়ি ঘরের গরু চুরি করে নিয়ে যাচ্ছে ওপারের গরু চোর। রাতে এই গরু চুরির ঘটনা প্রতিরোধ করতে বিএসএফ জোয়ানরা সঠিক ভূমিকা পালন করছেন না। এই অভিযোগ কমলপুর মহকুমার সীমান্তবর্তী গ্রাম সোনারায় নাগরিকদের। তাদের অভিযোগ সোমবার রাতে সোনারায় থেকে তিনটি গরু চুরি হয়েছে। এর মধ্যে একটি বলদ এবং দুটি দুধের গাই রয়েছে। গরুগুলির মালিক যথাক্রমে সোনারায় ‘র বাসিন্দা সীতারাম কৈরি এবং চন্দ্রদীপ তেলি( দুইটি হালের বলদের মালিক)। চুরি যাওয়া গরুর বাজার মূল্য তিন লক্ষ টাকার উপরে বলে দাবি করা হচ্ছে।

(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)

স্থানীয়দের অভিযোগ এর আগেও ৩০ জুন একই গ্রামের লক্ষী মুন্ডার একটি গরু চুরি হয়েছিল। পরবর্তীকালে স্থানীয়রা জানতে পারে সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে চোর গরুগুলি ওপারে নিয়ে গেছে। এসব ঘটনায় সীমান্তে প্রহরারত বিএসএফ জওয়ানদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। বিএসএফ জওয়ানদের কাছে ফ্লাড লাইট, ২৪ ঘন্টা বিদ্যুৎ সহ অন্যান্য সরঞ্জাম থাকতেও কিভাবে এপার থেকে গরু ওইপারে যাচ্ছে তা নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। এই বিষয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে বিএসএফ সাংবাদিকদের সেই কাঁটা তারের পাশে যেতে দেয়নি। অন্যদিকে বিএসএফের পাহারার মধ্যে গরু চুরির ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী এদিন প্রতিবাদে শামিল হন হন। খবর পেয়ে ঘটনাস্থলে বিএসএফের ১০৫ নং ব্যাটেলিয়ন ‘র কমান্ডান্ট ঘটনাস্থলে ছুটে যান। ঘটনা স্থলে যান কমলপুর থানার সেকেন্ড ও সি আলমগীর হুসেন। স্থানীয়দের সাথে দীর্ঘক্ষণ আলোচনার পর পরিস্থিতি শান্ত হয়।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments