Monday, December 23, 2024
Google search engine
Homeত্রিপুরার খবরকলেজ স্তরে ভর্তির ক্ষেত্রে জটিলতা; ছাত্র-ছাত্রীদের স্বার্থে মাঠে নামলো এন এস ইউ...

কলেজ স্তরে ভর্তির ক্ষেত্রে জটিলতা; ছাত্র-ছাত্রীদের স্বার্থে মাঠে নামলো এন এস ইউ আই।

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৩০ জুলাই,,

ডিগ্রী কলেজগুলোতে ছাত্র-ছাত্রীদের ভর্তি সংক্রান্ত বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এবার মাঠে নামলো কংগ্রেসের ছাত্র সংগঠন এন এস ইউ আই । কলেজে ছাত্র-ছাত্রীদের ভর্তির ক্ষেত্রে অবিলম্বে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের দামি নিয়ে মঙ্গলবার উচ্চশিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন দিল এন এস ইউ আই-র এক প্রতিনিধি দল। কংগ্রেসের ছাত্রনেতা আমির হোসেনের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল এই ডেপুটেশনে শামিল ছিলেন। ডেপুটেশনে দাবি জানানো হয়েছে যেসব ছাত্র-ছাত্রী এখনো কলেজে ভর্তি হতে পারেনি তাদের ভর্তি করার ক্ষেত্রে যাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। ছাত্র-ছাত্রীরা যাতে ভর্তি হতে গিয়ে কোন ধরনের অসুবিধা সম্মুখীন না হন। একইভাবে কলেজ চত্বরকে দুর্নীতি এবং চাঁদাবাজি মুক্ত করার দাবি তোলা হয়েছে।

Oplus_0

প্রসঙ্গত রাজ্যের ডিগ্রী কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া প্রায় শেষের পথে। কিন্তু এবছর ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি এবং চাঁদাবাজির অভিযোগ উঠছে। অভিযোগ ছাত্র-ছাত্রীরা নিজেদের পছন্দসই কলেজে ভর্তি হতে পারছে না। পছন্দই কলেজে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করার পর তাদেরকে বিভিন্ন দূরবর্তী কলেজে ভর্তি হতে বাধ্য করা হচ্ছে। অন্যদিকে নম্বর কম থাকার পরও অনেক ছাত্র-ছাত্রী বিভিন্ন অসাধু উপায়ে নিজেদের পছন্দের কলেজে ভর্তি হয়ে যাচ্ছেন। কলেজ স্তরে ভর্তির ক্ষেত্রে একাংশ দুর্নীতি এবং চাঁদাবাজি করছে বলেও অভিযোগ। বহু সংখ্যক ছাত্রছাত্রী এখনো কলেজে ভর্তি হতে পারেনি। কলেজে ভর্তি হতে গিয়ে অনেকে হেনস্তার অভিযোগ করছেন। পছন্দসই কলেজে ভর্তি হতে না পেরে অনেকে পড়া ছেড়ে দেওয়ার ঘোষণা দিচ্ছেন। ছাত্র-ছাত্রী এবং অভিভাবক মহলে কলেজে ভর্তি নিয়ে চরম অশান্তি বিরাজ করছে। ভর্তি প্রক্রিয়ায় অনৈতিক হস্তক্ষেপ সহ বিভিন্ন ধরনের অভিযোগ উঠছে শাসকদলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে। এসব ঘটনায় কংগ্রেসের ছাত্র নেতা আমির হোসেনের নেতৃত্বে উচ্চশিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশনে কলেজে ভর্তি প্রক্রিয়াকে শিথিল করা সহ ৫ দফা দাবি তুলে ধরা হয়েছে। ছাত্রনেতা আমির হোসেন বলেন ছাত্র-ছাত্রীদের স্বার্থে এন এস ইউ আই সর্বদাই মাঠে রয়েছে। কলেজ ছাত্রদের একজনও যাতে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত না হয় তার জন্য দাবি জানানো হয়েছে। আগামী দিনেও কংগ্রেস ছাত্র নেতৃত্ব এই বিষয়ে আন্দোলন জারি রাখবে বলে তিনি জানিয়েছেন।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments