প্রতিধ্বনি প্রতিনিধি,, বক্সনগর,, ৩১জানুয়ারি,,
গোপন সংবাদের ভিত্তিতে ফের সফল গাঁজা বিরোধী অভিযান করল বক্সনগর কলমচৌড়া থানার পুলিশ। শুক্রবার থানা এলাকার মানিক্যনগর পূর্ব দক্ষিণ পাশে পাশানিয়া ও আমবাগান এলাকায় সরকারি বন ভূমিতে চাষ করা অবৈধ গাঁজা বাগান ধ্বংস করা হয়েছে। কলমচৌড়া থানার পুলিশ এবং এন সি বি দপ্তর মিলে এদিনের অভিযান করে। সকাল ১০.৩০ থেকে শুরু করে ২ টা পর্যন্ত অভিযান চলে। অভিযানের নেতৃত্বে ছিলেন কলমচৌড়া থানার পুলিশ অফিসার সুপ্রতিম দে এবং অরুন দেববর্মা ও বিশ্বজিৎ দেববর্মা। তাদের সাথে ছিল ৪০ জন টি এস আর এবং নার্কোটিক ডিপার্টমেন্টের অফিসাররা। যৌথ অভিযানে ঐ এলাকার প্রায় ৪০ হাজার গাঁজা গাছ কেটে পরবর্তী সময়ে আগুন লাগিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের নেশা মুক্ত সমাজ গড়ার লক্ষ্যকে সামনে রেখেই এই ধরনের অভিযান বলে পুলিশ আধিকারিকরা জানিয়েছেন।
Recent Comments