আগরতলা,, ১১ সেপ্টেম্বর,,
বন্যা কবলিত ত্রিপুরায় দুর্গতদের সাহায্যার্থে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সাহায্য জারি রেখেছেন বিভিন্ন সংগঠন সহ সামাজিক ব্যক্তিত্ব। মঙ্গলবার এবং বুধবার পৃথক পৃথক ভাবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করে গভর্নমেন্ট মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং ইন্সপেক্টর অফ স্কুল ফোরাম। গভর্নমেন্ট মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফে মঙ্গলবার এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে ৫১ হাজার ১ টাকার টাকার চেক তুলে দেন।
একইভাবে বুধবার ইন্সপেক্টর অফ স্কুল ফোরামের এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে বন্যা দুর্গতদের জন্য ১ লক্ষ ১০ হাজার ১ টাকার চেক তুলে দেন।
রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মরত আধিকারিক এবং কর্মীদের বিভিন্ন সংগঠনের এই মানবিক উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
Recent Comments