Saturday, October 18, 2025
Google search engine
Homeজাতীয় খবরকর্মক্ষেত্রে দক্ষতায় মুখ্যমন্ত্রীর পদক পাচ্ছেন ১৪ পুলিশ আধিকারিক; শীর্ষে কৃষ্ণেন্দু চক্রবর্তী।

কর্মক্ষেত্রে দক্ষতায় মুখ্যমন্ত্রীর পদক পাচ্ছেন ১৪ পুলিশ আধিকারিক; শীর্ষে কৃষ্ণেন্দু চক্রবর্তী।

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,১১ আগস্ট,,

গোয়েন্দা কর্মকাণ্ডে নিজের দক্ষতার জন্য “মুখ্যমন্ত্রী পদক” পেলেন রাজ্য পুলিশের ডিআইজিপি ইন্টালিজেন্স আইপিএস কৃষ্ণেন্দু চক্রবর্তী। দীর্ঘ প্রায় ১৫ বছর বাদে এ বছর ফের স্বাধীনতা দিবসের প্রাক মুহুর্তে বিভিন্ন বিভাগে কর্মক্ষেত্রে দক্ষতা এবং সাফল্যের জন্য ত্রিপুরা পুলিশের ১৪ জন পুলিশ আধিকারিক এবং কর্মীকে মুখ্যমন্ত্রীর পদকের জন্য নির্বাচিত করা হয়েছে। সোমবার ১১ আগস্ট রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর থেকে পদক প্রাপ্ত ১৪ জন পুলিশ আধিকারিক এবং কর্মীর নাম প্রকাশিত হয়। সেই তালিকায় শীর্ষে রয়েছেন ডিআইজিপি ইন্টালিজেন্স আইপিএস কৃষ্ণেন্দু চক্রবর্তী। বিগত দিনে আইপিএস কৃষ্ণেন্দু চক্রবর্তীর নেতৃত্বে ত্রিপুরা পুলিশের গোয়েন্দা বিভাগ ব্যাপক সাফল্য অর্জন করেছে। এজন্যই তাকে এই পদকের তালিকায় শীর্ষে রাখা হয়েছে। এছাড়াও কর্ম ক্ষেত্রে দক্ষতার জন্য মুখ্যমন্ত্রীর পদক পাচ্ছেন বর্তমান ট্রাফিক পুলিশ সুপার আইপিএস কানতা জাঙ্গীর। আইপিএস কান্তা জাঙ্গীরকে উনকোটি জেলার পুলিশ সুপার থাকাকালীন আইনশৃঙ্খলা রক্ষায় পারদর্শিতা দেখানোর জন্য এই পদক দেওয়া হয়েছে। তালিকায় নাম রয়েছে বর্তমান ঊনকোটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরিমিয়া ডারলং,অতিরিক্ত পুলিশ সুপার নির্দেশ দেব, গন্ডাছড়ার এসডিপিও সৌগত চাকমা, কৈলাশহরের এসডিপিও জয়ন্ত কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার রাজু রিয়াং, টিএসআর তৃতীয় বাহিনীর সুবেদার জয়প্রকাশ যাদব, সাব-ইন্সপেক্টর দেবজিত ভট্টাচার্য, সাব ইন্সপেক্টর শংকর রুদ্র পাল, নায়েব সুবেদার রাকেশ দেববর্মা, মহিলা ইন্সপেক্টর মাধবী দেববর্মা, ইন্সপেক্টর সুমন উল্লা কাজী, মহিলা কনস্টেবল মৌচৈতি দেবনাথের । আগামী দিনে ১৫ আগস্ট আনুষ্ঠানিক ভাবে তাদের হাতে পদক তুলে দেওয়া হতে পারে।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments