Tuesday, July 1, 2025
Google search engine
Homeত্রিপুরার খবরকর্তব্যরত পুলিশকর্মীর সাথে দুর্ব্যবহার মাতাল চিকিৎসকের! পরে গ্রেফতার।

কর্তব্যরত পুলিশকর্মীর সাথে দুর্ব্যবহার মাতাল চিকিৎসকের! পরে গ্রেফতার।

সংবাদ প্রতিনিধি,, বিশালগড় ,,১৮মার্চ,,
নেশাগ্রস্ত অবস্থায় কর্তব্যরত পুলিশ কর্মীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে এক চিকিৎসককে গ্রেপ্তার করে বিশালগড় থানার পুলিশ। ঘটনা রবিবার রাতে। ধৃত চিকিৎসকের নাম সংঘমিত্র দাস । তিনি জিবি হাসপাতালের নব্য চিকিৎসক। জানা গেছে রবিবার রাতে বিশালগড় এসডিপিও অফিস সংলগ্ন সড়কে বিশালগড় থানার পুলিশ ভেহিকেল চেকিং করছিল। ঠিক সেই সময় জিবি হাসপাতালের চিকিৎসক সংঘমিত্র দাস গাড়ি দিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে পরিচয় জানতে চায়। সংঘমিত্র দাস তখন প্রচন্ড নেশাগ্রস্ত ছিল বলে পুলিশের দাবি। পুলিশ আটক করতেই সে পুলিশের সাথে অশালীন আচরণ শুরু করে। এমনকি নিজের ডাক্তার হওয়ার অহংকার করে পুলিশ কর্মীকে গালিগালাজ করে বলে অভিযোগ। ঘটনাস্থলে কর্মরত পুলিশ কর্মীরা গুণধর এই চিকিৎসককে বুঝানোর চেষ্টা করলেও সে কোন কথাই বুঝতে রাজি হয়নি। একসময় সে তার বাবার রাজনৈতিক ক্ষমতা দেখানোর চেষ্টাও করে বলে অভিযোগ। পরে বিশালগড় থানার পুলিশ গুণধর চিকিৎসক সংঘমিত্র দাসকে আটক করে থানায় নিয়ে আসে। থানাতে সে কর্তব্যরত পুলিশ কর্মীদের উপর হাত উঠানোর চেষ্টা করে বলেও অভিযোগ। পুলিশ তাকে মেডিকেল করিয়ে তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে এবং গ্রেফতার করে। যদিও পরবর্তী সময়ে আইন মেনে তাকে জামিন দেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। একজন চিকিৎসকের এই ধরনের কর্মকাণ্ডে পথ চলতি মানুষ সহ অন্যান্য গাড়ি চালকরা দাবি তুলতে শুরু করেছে তার বিরুদ্ধে পুলিশ যেন আইনগত কঠোর পদক্ষেপ গ্রহণ করে।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments