সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ১১মার্চ,,
লোকসভা নির্বাচনের মুখে আগরতলা শহর উন্নয়নে ৪১৬ কোটি ৯০ লক্ষ টাকার বাজেট পাস হলো আগরতলা পুর নিগমে । সোমবার পুর নিগমের কনফারেন্স হলে কর্পোরেটদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই বাজেট গৃহীত হয়েছে। বাজেটে আগরতলা শহরের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার পাশাপাশি শহরের প্রধান সমস্যা হিসেবে পানীয় জলের সমস্যা সমাধান এবং বৃষ্টির জল দ্রুত নিষ্কাশনের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগরতলা শহরে বৃষ্টির জল নিষ্কাশনের জন্য রামনগরে, কৃষ্ণনগরে এবং শকুন্তলা রোডে নতুন তিনটি নিষ্কাশন পাম্প বসানো হবে। বাজেটে সবচেয়ে বড় চমক হল আগরতলা শহরে একটি উন্নত মানের কফি হাউজ নির্মাণের সিদ্ধান্ত। দেশের বিভিন্ন শহরের কফি হাউজের মতোই আগরতলার বুকে চিলড্রেন পার্কে তৈরি হবে উন্নত মানের কফি হাউজ। এছাড়াও তৈরি হবে অত্যাধুনিক পার্ক। শহরের সৌন্দর্যায়ন বৃদ্ধি করতে আলোকসজ্জা আরও বাড়ানো হবে।
২০২৪-২৫ অর্থবছরের বাজেটে পুরো বাসীদের জন্য কোন ধরনের কর বৃদ্ধি করা হয়নি বলে জানিয়েছেন পুর নিগমের দীপক মজুমদার। তবে এই বাজেটে ৭৬ লক্ষ ৭৫ হাজার টাকা ঘাটতি রয়ে গেছে। মেয়ের দীপক মজুমদার জানান পুর নিগমের নিজস্ব রোজগার থেকে সেই ঘাটতি পূরণ হয়ে যাবে। এক কথায় বলা যায় লোকসভা নির্বাচনের আগে অনেকটা ঘাটতিহীন বাজেট পেশ করেছে আগরতলা পুর নিগম।
Recent Comments