প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১২ এপ্রিল,,
কেন্দ্রীয় ওয়াকফ আইন বাতিলের দাবিতে দেশের বিভিন্ন রাজ্যের মত ত্রিপুরাতে রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছেন সংখ্যালঘুদের একাংশ। শনিবার পূর্ব ঘোষিতভাবে ওয়াকফ আইন বাতিলের দাবিতে ত্রিপুরার কৈলাসহর এবং সোনামুড়াতে প্রতিবাদ মিছিল এবং গণ সমাবেশের আয়োজন হয়। সেসব মিছিল এবং সমাবেশে সংখ্যালঘু মুসলিম অংশের হাজার হাজার লোকজন অংশগ্রহণ করেন। অধিকাংশ স্থানে গণতান্ত্রিক পদ্ধতিতে মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হলেও কৈলাশহরে সাময়িক বিশৃঙ্খলতার খবর রয়েছে।
ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চনেলটি সাবস্ক্রাইব করুন।
আন্দোলনকারী এবং পুলিশের ধস্তাধস্তিতে উভয় পক্ষের একাধিক লোক আহত হয়েছেন বলে খবর। কৈলাশহরে আন্দোলনের নেতৃত্বে ছিলেন কংগ্রেস নেতা বদরুজ্জামান সহ কয়েকজন। তবে সোনামুড়ায় আন্দোলন ছিল শান্তিপূর্ণ। সেখানে ওয়াকফ আইন বাতিলের প্রতিবাদে বিশাল মিছিল এবং গণ সমাবেশের আয়োজন করে সোনামুড়ায় নাগরিক অধিকার মঞ্চ ।

এই গণ সমাবেশ গোটা শহর পরিক্রমা করে সোনামুড়ায় রবীন্দ্র চৌমুহনীতে প্রতিবাদী সমাবেশে মিলিত হয়। সমাবেশে স্বাগত ভাষণ রাখেন নাগরিক অধিকার মঞ্চের সম্পাদক ড. জাহিরুল হক। বক্তব্য রাখেন আগরতলার বিশিষ্ট সমাজসেবী অঞ্জন শুক্ল বৈদ্য। মঞ্চের লিগ্যাল এডভাইজার অ্যাডভোকেট জসিম উদ্দিন,বিমল সিং, সম্পাদক, মনিপুরী উন্নয়ন পরিষদ ,মুফতি আব্দুল জলিল এবং মঞ্চের সভাপতি এডভোকেট জলিলুর রহমান। ওয়াকফ সংশোধনী আইনকে কালা আইন আখ্যায়িত করে অবিলম্বে এই আইন বাতিলের ডাক দেন
Recent Comments