Tuesday, July 1, 2025
Google search engine
Homeত্রিপুরার খবরআগরতলা খবরএস ডি পিও-র নেতৃত্বে সক্রিয় টিম পূর্ব থানা; আটক চোরচক্র, উদ্ধার বাইক,টমটম।

এস ডি পিও-র নেতৃত্বে সক্রিয় টিম পূর্ব থানা; আটক চোরচক্র, উদ্ধার বাইক,টমটম।

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৩১ জুলাই,,

দ্বিতীয় দফায় সদর মহকুমা পুলিশ আধিকারিকের দায়িত্ব হাতে নিয়ে কড়া মেজাজে রয়েছেন ডিএসপি দেবপ্রসাদ রায়। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন মহকুমার তুলনায় সদরের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি চোর ছিনতাইবাজদের বিরুদ্ধে শুরু হয়েছে বিশেষ অভিযান। অপরাধ দমনে এসডিপিও -র যোগ্য সাথি রয়েছেন পূর্ব আগরতলা থানার ওসি ইন্সপেক্টর রানা চ্যাটার্জি। এসডিপিও-র তৎপরতায় রানা চ্যাটার্জির নেতৃত্বে পূর্ব থানার পুলিশ দল বুধবার টমটম এবং বাইক চুরির ঘটনায় বিশেষ সাফল্য সামনে তুলে আনল। পুলিশের তৎপরতায় ধরা পড়লো কুখ্যাত বাইক চোর সহ আস্ত একটি চোরের গ্যাং। উদ্ধার হয়েছে একটি টমটম এবং দুটি চুরির বাইক।

(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)

ঘটনার বিবরণে এসডিপিও সদর দেবপ্রসাদ রায় বলেন গত কিছুদিন যাবত শহরের টমটম এবং বাইক চুরির অভিযোগ উঠে আসছিল। অভিযোগের তদন্তে পূর্ব থানার ওসি ইন্সপেক্টর রানা চ্যাটার্জির নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম গঠন করা হয়। সেই পুলিশ দল বুধবার সকালে চুরির মামলায় প্রথমে গ্রেফতার করে কুখ্যাত প্রাণতোষ দেবকে। তাকে জিজ্ঞাসাবাদের কয়েক ঘন্টার ব্যবধানে আটক করা হয় মোট ৫ জন চোরের আস্ত একটি গ্যাং-কে। একইভাবে ধৃত প্রাণতোষের তথ্য মূলে বনকুমারি নাথপাড়া রেল স্টেশন সংলগ্ন জঙ্গল থেকে উদ্ধার হয় চুরির টমটম। উদ্ধার হয় দুটি চুরির বাইক । এসডিপিও দেবপ্রসাদ রায় জানান টমটম গুলি চুরির পর প্রথমে সেগুলির ব্যাটারি বিক্রি করে দেওয়া হয়। পরবর্তীকালে টমটমের বডির অংশ টুকরো টুকরো করে বিক্রি করা হয়। ধৃতদের গ্রেপ্তার করে আদালতে হাজির করে রিমান্ডের আর্জি জানানো হবে বলে তিনি জানিয়েছেন। একইভাবে শহরকে অপরাধমুক্ত রাখতে আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে বলে এসডিপিও জানিয়েছেন।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments