Sunday, April 27, 2025
Google search engine
Homeজাতীয় খবরএসসিইআরটি-র উদ্যোগে বহুপর্ব শিক্ষা প্রশিক্ষণ কর্মসূচি খোয়াইয়ে ।

এসসিইআরটি-র উদ্যোগে বহুপর্ব শিক্ষা প্রশিক্ষণ কর্মসূচি খোয়াইয়ে ।

আগরতলা,,২৬ ফেব্রুয়ারি,,

খোয়াই জেলার শিক্ষকদের জন্য শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচি ২০ জানুয়ারি ২০২৫ থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং ২১টি ব্যাচের সফল প্রশিক্ষণের মাধ্যমে চতুর্থ পর্যায় সম্পন্ন হয়েছে। জেলার সমস্ত শিক্ষক ইংরেজি, গণিত, সমাজবিজ্ঞান ও বিজ্ঞান বিষয়ে ৫ দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেন। স্কুল ও জেলা শিক্ষা বিভাগের ব্যস্ত সময়সূচি সত্ত্বেও ৮২% উপস্থিতির হার প্রশিক্ষণের সাফল্যকে প্রতিফলিত করে।ত্রিপুরা সরকার ট্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রোজেক্টের অধীনে বহুবর্ষব্যাপী শিক্ষক পেশাগত উন্নয়ন (TPD) প্রকল্প শুরু করেছে। NEP 2020 ও NCF 2023-এর নীতির ভিত্তিতে গড়া এই প্রকল্প কম্পিটেন্সি-ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার মান উন্নত করার লক্ষ্য রাখে। এসসিইআরটি, ডিওএসই, ডায়েট, এবং জেলা শিক্ষা বিভাগগুলোর সহযোগিতায় এই প্রকল্প শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য কাজ করছে।খোয়াই জেলায় এই শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি কল্যাণপুর, মুংয়াকামী, তেলিয়ামুড়া, খোয়াই, পদ্মবিল ও তুলাশিখর বি.আর.সি হলে অনুষ্ঠিত হয়। মোট ১১৪০ জন শিক্ষকের মধ্যে ৯৩৪ জন শিক্ষক অংশগ্রহণ করেন, যা ৮২% উপস্থিতির হার অর্জন করেছে।

২০ জন মাস্টার ট্রেনার ২১টি ব্যাচের মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন করেন। মার্চ ২০২৫-এর প্রথম সপ্তাহের মধ্যে অতিরিক্ত ৪টি ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন হবে।এই প্রশিক্ষণের মূল ভিত্তি স্থাপনের জন্য অক্টোবর ২০২৪-এ Transform Trust একটি ৫ দিনের আবাসিক প্রশিক্ষণের আয়োজন করে। এতে ত্রিপুরার ২৫৬ জন মাস্টার ট্রেনার অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণ জাতীয় পর্যায়ের কী-রিসোর্স (Key resource) ব্যক্তিদের নেতৃত্বে পরিচালিত হয়, যেখানে গণিত, বিজ্ঞান, ইংরেজি ও সমাজবিজ্ঞান বিষয়ে বিশেষজ্ঞরা শিক্ষক প্রশিক্ষণের পরবর্তী পর্যায়গুলোর জন্য প্রস্তুতি নেন।এই উদ্যোগের সফল বাস্তবায়নের জন্য শিক্ষক পেশাগত উন্নয়ন প্রকল্পে শক্তিশালী পর্যবেক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থা সংযোজিত হয়েছে। এতে গুণমান নিশ্চিতকরণ, প্রশিক্ষণের পূর্ব ও পরবর্তী মূল্যায়ন, প্রশিক্ষক ও শিক্ষকের মূল্যায়ন, এবং শিক্ষার্থীদের পারফরম্যান্সের প্রবণতা বিশ্লেষণ অন্তর্ভুক্ত রয়েছে। ত্রিপুরার শিক্ষাক্ষেত্রে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা শিক্ষক ও শিক্ষার্থীদের উৎকর্ষতার পথে এগিয়ে নিয়ে যাবে।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments