প্রতিধ্বনি প্রতিনিধি,, ৩১ জুলাই,,
প্যারিস অলিম্পিকে আরও একটি পদক জিতল ভারত। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন মানু ভাকের ও সারাবজোত সিং। তারা দক্ষিণ কোরিয়াকে হারিয়েছেন। তাছাড়া মানু ভাকের ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগে রবিবার ব্রোঞ্জ জিতেছিলেন। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রথম সিরিজে পয়েন্ট হারালেও পরের চারটি সিরিজ জিতে এগিয়ে যান মানু-সারাবজোত। তারা ১৬-১০ স্কোরে ব্রোঞ্জ জিতেছেন। একই আসরে মানু দুই পদক জিতে নিলেন।
Recent Comments