Tuesday, October 21, 2025
Google search engine
Homeত্রিপুরার খবরআগরতলা খবরএক অসম্ভব বৈপ্লবিক দলিল ভারতের সংবিধান: শুভাশিস তলাপাত্র।

এক অসম্ভব বৈপ্লবিক দলিল ভারতের সংবিধান: শুভাশিস তলাপাত্র।

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,২৮ জুলাই,,

‘We the people of India,,’দিয়ে শুরু হওয়া ভারতবর্ষের সংবিধানে আমাদের পূর্বপুরুষদের অনেক স্বপ্ন গাঁথা রয়েছে। অসম্ভব এক বৈপ্লবিক দলিল ভারতের সংবিধান। জাতিভেদ প্রথা এবং অস্পৃশ্যতা মুক্ত সমাজ গড়ার সংবিধান হলো ভারতের সংবিধান। এই সংবিধানে প্রত্যেক নাগরিককে সমান অধিকার এবং সমান মর্যাদা দেওয়া হয়েছে। সংবিধান অনুসারে আমাদের প্রথম পরিচয় ‘আমরা ভারতীয়’। রবিবার সন্ধ্যায় আগরতলা প্রেসক্লাবে সাহিত্যিক ড: প্রণব সেনগুপ্তের বই প্রকাশ অনুষ্ঠানে এই কথা বলেন উড়িষ্যা উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি রাজ্যের কৃতি সন্তান শুভাশিস তলাপাত্র। এদিন লেখক প্রণব সেনগুপ্তের নতুন পাঁচটি বইয়ের উন্মোচন হয়েছে।

লেখকের বই উদ্বোধন করতে গিয়ে তার বইয়ের নামগুলির প্রসঙ্গ তুলে সংবিধান এবং স্বাধীনতা নিয়ে আলোচনা করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি রাজ্যের গুণী সন্তান শুভাশিস তলাপাত্র। তিনি লেখক প্রণব সেনগুপ্তকে সময়ের ইতিহাস লেখক হিসেবে উল্লেখ করেছেন। তিনি ভারতের স্বাধীনতা এবং সংবিধান প্রসঙ্গে বলতে গিয়ে বলেন গণতন্ত্র যেখানে থাকে সেখানে বিতর্ক থাকবেই। কিন্তু সেই বিতর্কে অবশ্যই শালীনতা থাকতে হবে। বিতর্কে শালীনতার সীমা ছাড়ালে আমাদের ব্যথা বোধ হয়। আমাদের মনে রাখতে হবে আমরা কেউ ছোট নই ,কিন্তু অন্য কারো থেকে বড় হতে চাইনা। তিনি বলেন ভারতবর্ষের সংবিধান এবং ভারতবর্ষকে বাঁচাতে হবে এবং এই দেশ আগামী দিনেও গোটা বিশ্বকে আলো দেখাবে।

প্রসঙ্গত ত্রিপুরা পুলিশের অবসরপ্রাপ্ত আধিকারিক ডঃ প্রণব সেন গুপ্ত এখন পর্যন্ত ৮৫টি বই লিখেছেন। রবিবার আগরতলা প্রেসক্লাবে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন ৫টি বইয়ের আবরণ উন্মোচন হয়। প্রকাশনী সংস্থা পূর্ণিমা পাবলিশার্সের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি এবং উদ্বোধক ছিলেন বিচারপতি শুভাশিস তলাপাত্র। উপস্থিত ছিলেন পূর্ণিমা পাবলিশার্সের কর্ণধার পূর্ণিমা সেনগুপ্ত এবং লেখক ডঃ প্রণব সেনগুপ্ত নিজে। প্রসঙ্গত পুলিশ ইন্সপেক্টর হিসেবে সরকারি চাকরিজীবনের অবসানের পর বর্তমান সময়ে আইনজীবী পেশায় যুক্ত রয়েছেন প্রণব সেনগুপ্ত। তিনি বরাবরই মানুষের পাশে থেকে মানুষের সেবা এবং জ্ঞান আহরণ করতে চান। অতি সম্প্রতি তিনি গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments