প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২৬ ফেব্রুয়ারি,,
প্রতি বছরের ন্যায় এবারও আগরতলা ইন্দ্রনগর ব্যাপক উৎসাহের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো জশনে ঈদে মিলাদুন্নবী তথা সৌভ্রাতৃত্ব সম্মেলন। রসূল সৈয়দ ইউসুফ শাহ ১১৬ তম ও আওলাদে রসূল পীরে তরিকত মুর্শিদিনা অধ্যক্ষ সৈয়দ শামসুল হুদার ৩০ তম ওরস উপলক্ষে ত্রিপুরা গাউছিয়া সমিতি ও আল্লামা অধ্যক্ষ সৈয়দ শামসুল হুদা স্মৃতি সংসদের উদ্যোগে এই অনুষ্ঠান হয়ে থাকে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র বিধায়ক দীপক মজুমদার, রাজ্য সংখ্যালঘু কল্যাণ নিগমের চেয়ারম্যান জসীমউদ্দীন, তিপড়া মথার চেয়ারম্যান জসিম উদ্দিন, বিজেপি নেত্রী বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত, বিজেপি সদর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য, বিজেপি সংখ্যালঘু নেতা মুফতি মোহাম্মদ শাহাব উদ্দিন , ৬ আগরতলার একাধিক কংগ্রেস নেতৃত্ব সহ অন্যান্যরা।


জাত ধর্ম নির্বিশেষে মানুষজন এই ভাতৃত্ব সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পীর সাহেব। অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য মুফতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা চিন্তা করে এ বছর অনুষ্ঠানে খুব বেশি মাইকের ব্যবহার হয়নি। রাতে দশটার মধ্যেই আলোচনা শেষ করে দেওয়া হয়। তবে অনুষ্ঠান চলে রাত দেড়টা পর্যন্ত। ধর্মপ্রাণরা ধর্মীয় আলোচনা শেষে তবরোক গ্রহণ করেন পাশাপাশি।

আগরতলা শহরের অন্যতম এই সংখ্যালঘু ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ করায় আয়োজক কমিটি সমস্ত অতিথি, আরক্ষা প্রশাসন সহ সমস্ত অংশের নাগরিকদের ধন্যবাদ জানিয়েছেন।
Recent Comments