সংবাদ প্রতিনিধি ,,বক্সনগর,, ৫সেপ্টেম্বর,,,
মঙ্গলবার সকাল সাতটা থেকে শুরু হল ধনপুর এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এদিন সকাল থেকেই নাগরিকরা সচিত্র ভোটার পরিচয় পত্র নিয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে পড়েন। ২০ বক্সনগর বিধানসভা কেন্দ্রে ৫১ টি বুথের জন্য ৪৪ টি ভোট কেন্দ্র তৈরি হয়েছে। অধিকাংশ ভোটকেন্দ্রে বিরোধী দলের কোন এজেন্ট নেই।
ভোটকেন্দ্রের ভেতরে এবং বাইরে রয়েছে পুলিশ, টি এস আর সহ বিএসএফের মতো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কড়া নজরদারি। বক্সনগর বিধানসভা কেন্দ্রে প্রায় ৭০ শতাংশ ভোট গ্রহণ কেন্দ্রে বিরোধী সিপিআইএম দল কোন এজেন্ট নেই বলে জানা গেছে । একতরফা ভাবে শাসকদলের এজেন্টদের নজরদারিতে চলছে ভোটগ্রহণ পর্ব। কিছু কিছু ভোট গ্রহণ কেন্দ্রে বয়স্ক ভোটারদের নিয়ে হাতে ধরিয়ে ভোট দিতে দেখা গেছে কয়েকজনকে।
বেলা ১১টা পর্যন্ত ভোট গ্রহণ কেন্দ্রে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই। বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেন ১৪ নম্বর বুথের ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট দান করেন।
ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে শাসক দলের সমর্থিত কর্মী সমর্থকদের উৎসাহ লক্ষণীয় থাকলেও কোথাও বিরোধীদলের কর্মী সমর্থকদের দেখা যাচ্ছে না। আগামীদিনে বক্সনগর কেন্দ্রের ভাজপা প্রার্থী রেকর্ড ভোটে জয়ী হবেন বলে ভোটাররা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
Recent Comments