সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,১৬ আগস্ট,,,
ত্রিপুরার দুটি বিধানসভা আসনে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করল শাসক দল বিজেপি। প্রত্যাশিতভাবেই বক্সনগর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী করা হয়েছে ২০২৩ নির্বাচনের বিজিত প্রার্থী তফাজ্জল হোসেনকে। অন্যদিকে ধনপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি বিন্দু দেবনাথকে। মঙ্গলবার রাতে ভাজপার দিল্লি অফিস থেকে কেন্দ্রীয়ভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
বুধবার থেকেই প্রার্থীরা মাঠে নেমে প্রচার শুরু করবেন বলে জানা গেছে। এই প্রসঙ্গে উল্লেখ্য তফাজ্জল হোসেন ২০২৩ বিধানসভা নির্বাচনে বিজেপির টিকেটে বক্সনগর থেকে লড়াই করেছিলেন। তিনি তৎকালীন সিপিআইএম প্রার্থী শামসুল হকের কাছে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত হন। বিধানসভা নির্বাচনের পর থেকেই এলাকাতে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের সন্ত্রাসের অভিযোগ ছিল। দলের মধ্যে থেকেই তার বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে উপনির্বাচনে প্রার্থী তালিকায় কয়েকজন সংখ্যালঘু নেতার নাম প্রস্তাবে রাখা হয়েছিল। কিন্তু দলীয় হাই কমান্ড শেষ পর্যন্ত আর্থিকভাবে ক্ষমতাশালী তফাজ্জল হোসেনকে-ই তাদের প্রার্থী তালিকায় স্থান দেয়। অন্যদিকে সিপিআইএম প্রার্থী করেছে প্রয়াত বিধায়ক শামসুল হকের পুত্র মিজান হোসেনকে। কংগ্রেস এখনও ধনপুর কিংবা বক্সনগর কোন কেন্দ্রেই প্রার্থী দেয়নি বরং নীরবে সিপিআইএম প্রার্থীকে সমর্থন করে যাবে বলে সূত্রের দাবি। উপনির্বাচনে তিপরা মথার গতিপ্রকৃতি এখনো স্পষ্ট করে কিছু জানা যায়নি। এলাকার নাগরিক মহলের অভিমত অনুযায়ী জন সমর্থনকে পেছনে ঠেলে উপনির্বাচনে বক্সনগর কেন্দ্রে শাসক দলের প্রার্থী হওয়াতে একতরফা জয়ের সম্ভাবনা থেকে যাচ্ছে তফাজ্জল হোসেনের। যদিও ধনপুরে বামফ্রন্টের কৌশিক চন্দ্রের সাথে বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথ এর হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।
Recent Comments