সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,১০ আগস্ট,,,
২৩ বিধানসভা নির্বাচনের পলিসিতেই উপ নির্বাচনেও আসন সমঝোতার মাধ্যমে শাসক বিজেপির সাথে লড়াই করতে পারে সিপিআইএম-কংগ্রেস। সূত্রের খবর ধনপুর এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রে ১:১ অনুপাতে আসন সমঝোতার সিদ্ধান্ত নিতে চলেছে সিপিআইএম এবং কংগ্রেস। সিদ্ধান্ত চূড়ান্ত হলে ধনপুর বিধানসভা কেন্দ্রটি সিপিআইএমকে ছেড়ে দেবে কংগ্রেস দল। অন্যদিকে বক্সনগর বিধানসভা কেন্দ্রে বহু বছর বাদে কংগ্রেসের হয়ে লড়াইয়ে নামতে পারেন প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া।
সূত্রের দাবি উপ নির্বাচনে মহারাজ প্রদ্যুৎকিশোরের তিপড়ামথা দলকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না সিপিআইএম-কংগ্রেস। তবে তিপড়া মথা বিরোধী জোটে সামিল হতে চাইলে তাদের সমর্থন নিয়েই বিজেপির সাথে লড়াই করবে সিপিআইএম – কংগ্রেস। সূত্রের আরো দাবি উপনির্বাচনকে সামনে রেখে বিরোধী জোট নিয়ে সিপিআইএম কংগ্রেসের নেতাদের মধ্যে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। ধনপুর আসনটি সিপিআইএমকে ছেড়ে দেওয়া হলে সিপিআইএম এবং কংগ্রেসের অধিকাংশ নেতৃত্ব চাইছেন সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে প্রার্থী করতে।
যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী পলিটব্যুরোর সদস্য মানিক সরকার ফের একবার সংসদীয় রাজনীতিতে নেমে উপনির্বাচনে প্রার্থী হয়ে লড়াই করবেন কিনা সেক্ষেত্রে উনার ব্যক্তিগত অভিমত জানাননি। ফলে ধনপুর আসনের সিপিআইএম প্রার্থীকে হবেন তা নিয়ে এখনো সংশয় রয়েগেছে। তবে এই কেন্দ্রে মানিক সরকার প্রার্থী না হলে কংগ্রেস সমঝোতা ভেঙ্গে ফেলতে পারে বলেও খবর। অন্যদিকে ত্রিপুরার রাজনীতিতে সুবিধাবাদী হিসেবে পরিচিত হয়ে ওঠা মহারাজ প্রদ্যুৎকিশোর দেব বর্মনের মথা দলকে তেমন গুরুত্ব দিচ্ছে না সিপিআইএম – কংগ্রেস। কেননা সংখ্যালঘু অধ্যুষিত সোনামুড়া মহকুমার এই দুটি কেন্দ্রে মথার তেমন কোনো প্রাধান্য নেই। গত বিধানসভা নির্বাচনের আগে বক্সনগর কেন্দ্রে মথার হয়ে একবার প্রচারে নেমেছিলেন প্রয়াত সিপিআইএম বিধায়ক শামসুল হকের পুত্র। কিন্তু বাপ শামসুল হক কে প্রার্থী করার পর বেটা মথার সঙ্গ ত্যাগ করেছিল। এছাড়াও বিধানসভা নির্বাচনের পরে মথা সুপ্রিমো প্রদ্যুৎকিশোর প্রকাশ্যে বাঙালি হিন্দু এবং মুসলিম ভোটারদের নিয়ে কটাক্ষ করেছিলেন। তিনি স্পষ্ট ভাবে বলে দিয়েছিলেন মুসলিমরা সিপিআইএম কংগ্রেসকে ভোট দিয়েছেন। তার এই ধরনের অপবাদে অপমানিত হয়েছিলেন মথার সমর্থনে থাকা বহু সংখ্যক মুসলিম বুদ্ধিজীবী সহ সাধারণ ভোটাররা। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই উপ নির্বাচনে মথার প্রতি মুসলিম ভোটারদের সমর্থন রীতিমত শূন্য হয়ে পড়বে বলে রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহলের দাবি। এজন্য বিরোধী জোট উপ নির্বাচনে মথাকে গুরুত্বের বাইরে রেখে দিয়েছে। আরোও দাবি লোকসভা নির্বাচনের আগে ত্রিপুরার উপ নির্বাচনে সিপিআইএম কংগ্রেসের জোটকে লিটমাস টেস্ট হিসেবে নিতে চাইছেন উভয় দলের রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব। সংখ্যালঘু অধ্যুষিত সোনামুড়া মহাকুমার দুটি আসনে শাসক দল বিজেপির সঙ্গে লড়াই নেমে সিপিআইএম-কংগ্রেস জয়ী হলে লোকসভা নির্বাচনে এর গভীর প্রভাব থাকবে বলেই রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত। প্রসঙ্গত আগামী পাঁচ সেপ্টেম্বর ২৩ নম্বর ধনপুর এবং ২০ নম্বর বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ৮ সেপ্টেম্বর ঘোষণা হবে উপনির্বাচনের ফলাফল। নির্বাচন ঘোষণা হলেও এখনো কোনো রাজনৈতিক দলই আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেনি।
Recent Comments