প্রতিধ্বনি প্রতিনিধি,, উদয়পুর,, ৬ নভেম্বর,,
উদয়পুরে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে নতুন রূপে নির্মীয়মান মাতা ত্রিপুরেশ্বরী মন্দির। উত্তর পূর্বাঞ্চলের অন্যতম এই ধর্মীয় পর্যটন স্থলের নতুন রূপের উদ্বোধন করতে রাজ্যে আসতে পারেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্দিরের নতুন রূপের উদ্বোধনকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়েছে। প্রসঙ্গত ইতিমধ্যেই ৫১ পীঠের অন্যতম ত্রিপুরার মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের নতুন রূপে নির্মাণ কাজ প্রায় সম্পন্ন হয়ে গেছে। শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে মন্দিরের। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আসতে পারেন বলে শোনা যাচ্ছে। পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যের কয়েকজন মুখ্যমন্ত্রীও উপস্থিত থাকতে পারেন।
Recent Comments