সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,৩ জানুয়ারি,,
ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের বিমানবন্দর গুলিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ঘোষণা দিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এয়ারপোর্টে মোট ৬৪ টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার নর্থ ইস্ট রিজনের এক্সিকিউটিভ ডাইরেক্টর। প্রকাশিত বিজ্ঞপ্তি নাম্বার 01/2023/DR/NER
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের আসাম,অরুণাচল প্রদেশ, মেঘালয়,মিজোরাম, মনিপুর, নাগাল্যান্ড এবং ত্রিপুরার নাগরিকদের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন বিমানবন্দরে নিয়োগ করা হবে।
১/ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রনিক্স) ১৪ টি পদে
২/সিনিয়র অ্যাসিস্ট্যান্ট(অপারেশন) ২টি পদে
৩/সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (একাউন্টস) ৫টি পদে এবং
৪/ জুনিয়ার এসিস্ট্যান্ট (ফায়ার সার্ভিস) ৪৩টি পদে নিয়োগ করা হবে।
দশম পাশ থেকে শুরু করে স্নাতক প্রার্থীরা সংশ্লিষ্ট কারিগরি এবং ড্রাইভিং বিষয়ক শিক্ষার সার্টিফিকেট সহ অনলাইনে আবেদন করতে পারবেন। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কেরিয়ার পেজে www.aai.aero ‘career’সাইডে গিয়ে আবেদন করতে হবে। ১০ জানুয়ারি২০২৪ থেকে ১০ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত অনলাইনে আবেদনপত্র জমা করা যাবে। ৩০ ডিসেম্বর ২০২৩ তারিখ মূলে ১৮ বছর থেকে ৩০ বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন (বিশেষ ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে)।
লিখিত পরীক্ষা এবং শারীরিক ক্ষমতা সহ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। বেতন ন্যূনতম ৩৬ হাজার থেকে শুরু করে ১ লক্ষ ১০হাজার টাকা পর্যন্ত(সঙ্গে আরো সুযোগ সুবিধা এবং ভাতা থাকবে)।
অনলাইনে আবেদন গৃহীত হলে পরীক্ষার দিনক্ষণ পরবর্তীকালে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার নির্দিষ্ট ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
(নোটিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্ট সেকশনে আপনাদের অভিমত জানাতে পারেন কিংবা আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন।)
Recent Comments