উত্তরাখণ্ড,, ৪ নভেম্বর,, যাত্রীবাহী বাস খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটল উত্তরাখন্ডে । প্রাথমিকভাবে জানা গেছে প্রায় ৪৫ জন যাত্রী নিয়ে বাসটি খাদে উল্টে পড়ে। সোমবার সকালে এই দুর্ঘটনায় ঘটনাস্থলে শিশু সহ একাধিক যাত্রীর মৃত্যু হয়। একাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর অনেকক্ষণ যাবৎ বাসের ভিতরে বহু যাত্রী আটকে ছিল। পরে স্থানীয়দের চেষ্টায় দমকল সহ প্রশাসনের বিভিন্ন বিভাগ উদ্ধারকার্যে নামে। ঘটনার বিবরনের জানা যায় এদিন সকালে আলমোড়া জেলার রামনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় একটি বাস। এই দুর্ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে খবর ছড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাসে ৪৫ জন যাত্রী ছিল। অতিরিক্ত যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
উত্তরাখণ্ডে খাদে উল্টে পড়লো যাত্রীবাহী বাস; শিশু সহ হতাহত অনেক।
RELATED ARTICLES
Recent Comments