Tuesday, December 24, 2024
Google search engine
Homeআন্তর্জাতিক সংবাদউত্তপ্ত পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ মন্দির রক্ষা করছে ছাত্ররা: মুখ্যমন্ত্রী।

উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ মন্দির রক্ষা করছে ছাত্ররা: মুখ্যমন্ত্রী।

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৬ আগস্ট,,

বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতিতে সীমান্তবর্তী রাজ্য হিসেবে বাড়তি সতর্কতা অবলম্বন করছে ত্রিপুরা রাজ্য । দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রক সহ বিভিন্ন মন্ত্রকের সাথে নিয়মিত যোগাযোগ রয়েছে রাজ্যের। বাংলাদেশ ইস্যুতে দিল্লি যা নির্দেশ দেবে তার জন্যই প্রস্তুত রয়েছে ত্রিপুরা সরকার। মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন দিল্লির সাথে বাংলাদেশ ইস্যুতে কথা হয়েছে। একইভাবে রাজ্যের মুখ্য সচিব, পুলিশ মহা নির্দেশক, গোয়েন্দা মহা নির্দেশক থেকে শুরু করে রাজ্যে অবস্থানরত বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের সাথে নিয়মিত যোগাযোগ রয়েছে। সরকারিভাবে নির্দেশ দেওয়া হয়েছে, সবাই যাতে নিজেদের মধ্যে সমন্বয় রক্ষা করে বাংলাদেশ পরিস্থিতির উপর নিজেদের নজরদারি রাখে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। অন্যদিকে বাংলাদেশ সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের ঘটনায় মুখ্যমন্ত্রী বলেন কিছু জায়গাতে হামলার অভিযোগ উঠেছে। তবে অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশের সংখ্যাগুরু এবং ছাত্ররা হিন্দুদের মসজিদ এবং বাড়িঘর রক্ষা করার জন্য এগিয়ে আসছে।

(মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)

সংখ্যা গুরুদের দ্বারা সংখ্যালঘু সম্পত্তি রক্ষার বিষয়টিকে মুখ্যমন্ত্রী প্রশংসা করেন এবং বলেন বর্তমান পরিস্থিতিতে এমনই হওয়া উচিত। বিষয়গুলোর উপর নজর রাখা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। অন্যদিকে বাংলাদেশে গত ২৪ ঘন্টায় সংখ্যালঘু মন্দিরে হামলার বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটলেও সামাজিকভাবে সংখ্যাগুরু অংশের মানুষ এসব ঘটনার বিরুদ্ধে এগিয়ে আসছেন বলে খবর। বাংলাদেশ সাংবাদিকদের একজনের সাথে কথা বলে জানা গেছে পরিস্থিতি বিভিন্ন স্থানে স্বাভাবিক হচ্ছে। বৃহৎ অংশের মানুষ সামাজিক সুস্থিতি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সংখ্যালঘুদের রক্ষা করতে সক্রিয় রয়েছেন। বিভিন্ন স্থানে মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছেন।

Oplus_0

মসজিদের মাইক থেকে ঘোষণা করা হচ্ছে সংখ্যালঘু বাড়িঘর এবং ধর্মীয় সম্পত্তি রক্ষা করার। তবে সামান্য একটা অংশ সুযোগ বুঝে কিছু বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত করছে। তাদের মধ্যে কয়েকজনকে ধরে ছাত্ররা বেঁধে রাখার খবর জানা যাচ্ছে। তবে বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের সামাজিক মাধ্যমে কিছু ভুয়া ছবি এবং ভিডিও ভাইরাল হচ্ছে। উস্কানি ছড়ানোর চেষ্টা করছে একটি মহল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্য পুলিশ প্রশাসন এবং সাইবার সেল সতর্ক দৃষ্টি রেখে চলছে বলে খবর। সামাজিক মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে ইতিমধ্যেই কয়েকজনকে চিহ্নিত করে থানায় ডেকে নিয়ে নোটিশ করা হচ্ছে বলে খবর।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments