প্রতিধ্বনি প্রতিনিধি,,বক্সনগর,, ৯জুন,,
ত্রিপুরার সোনামুড়া মহকুমার ইন্দু-বাংলা সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে এক সন্দেহভাজন বাংলাদেশী পাচারকারীর। প্রাথমিকভাবে দাবী করা হচ্ছে চিনি পাচার কালে বিএসএফের গুলিতে সেই বাংলাদেশী নাগরিকের মৃত্যু হয়েছে। মৃতের নাম আনোয়ার হোসেন (৪৫) । ঘটনা এদিন সকালে কলমছড়া বিওপি -র অন্তর্গত ভারতীয় সীমান্তের ১৫০ গজের ভেতরে। ঘটনার বিবরণে জানা যায় ৯ জুন রবিবার সকাল ৮টায় বাংলাদেশের কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা এলাকায় ভারতীয় সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন বাকশীমুল ইউনিয়নের মীরপুর গ্রামের নাগরিক এবং তার বাবার নাম মৃত চারু মিয়া বলে জানা গেছে। নিহতের মৃতদেহ কাঁটাতার সংলগ্ন এলাকায় পড়ে আছে। ঘটনার তদন্ত শুরু করেছে বিএসএফের আধিকারিক এবং স্থানীয় থানা পুলিশ প্রশাসন। স্থানীয়রা জানান ভারত-বাংলাদেশ সীমান্তে জামতলা এলাকায় চিনি পাচার কালে একজনকে গুলি করেছে বিএসএফ। গুলিবিদ্ধ লাশ এখনো বর্ডারে পড়ে আছে। আরো জানা যায় গত ২ জুন ২০২৪ তারিখে জামতলা-কালিকৃষ্ণনগর ৫ পিলার সীমান্তে চিনি পাচারকারি একটি দল বিএসএফের একজন জোয়ানকে মারধর করে রাইফেল ওয়ারলেস সেট ছিনিয়ে নিয়েছিল। পরবর্তীকালে বিএসএফ তা উদ্ধার করে। তারপর থেকেই সীমান্তের পরিস্থিতি থমথমে ছিল। অন্যদিকে বিএসএফের তরফে জানানো হয়েছে পাচারকালে বাধা দিতে গেলে পাচারকারীরা বিএসএফকে লক্ষ্য করেন হামলা করেছিল। আত্মরক্ষায় বিএসএফ গুলি করলে একজনের মৃত্যু হয়েছে।
Recent Comments