Saturday, April 12, 2025
Google search engine
Homeত্রিপুরার খবরআগরতলা খবরইটভাট্টা শ্রমিকদের স্বার্থে শ্রমিক ইউনিয়ন; ৯ দফা দাবিতে ডেপুটেশন।

ইটভাট্টা শ্রমিকদের স্বার্থে শ্রমিক ইউনিয়ন; ৯ দফা দাবিতে ডেপুটেশন।

আগরতলা,,১০ ফেব্রুয়ারি,,

সোমবার ত্রিপুরা ইটভাট্টা শ্রমিক ইউনিয়ন ৯ দফা দাবির ভিত্তিতে শ্রম কমিশনারের নিকট এক ডেপুটেশন প্রদান করে। পরবর্তীকালে সাংবাদিক সম্মেলনে নিজেদের দাবিগুলি নিয়ে বিস্তারিত তুলে ধরেন ত্রিপুরা ইটভাট্টা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তপন দাস। তিনি বলেন দাবিগুলি হল, চলতি বর্ষে ইটভাটা শ্রমিকদের মজুরি ন্যূনতম ১০শতাংশ বৃদ্ধি করতে হবে।

(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)

এছাড়াও রাজ্যে যে সমস্ত ভাট্টায় শ্রমিকদের বসবাসের ঘরগুলি পাঁকা হয়নি, সেগুলো দ্রুত পাঁকা করতে হবে। ভাট্টায় শ্রমিকদের বিশুদ্ধ পানীয় জল, পাঁকা সেনিটাইজেশন, ঔষধপত্র, রান্নার প্রয়োজনীয় জ্বালানি, প্রতিটি ঘরে বিদ্যুত ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। মহিলা শ্রমিক সহ সমস্ত শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মহিলা শ্রমিকদের, গর্ভকালীন সময়ে বিনা পারিশ্রমিকে প্রাপ্য মঞ্জুরি দিতে হবে। শ্রমিকদের প্রতিদিনের কাজের হিসাবে এই প্রাপ্ত মজুরি দিতে হবে।ভাট্টায় পরিযায়ী শ্রমিকদের ছেলে-মেয়েদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। সাংবাদিক সম্মেলনে তপন দাস আরও বলেন রাজ্য সরকারকে ব্যাপক পরিকাঠামো উন্নয়ন কাজ করতে হবে। প্রতিটি ভাট্টার কাজের হিসাব সহ অন্যান্য সমস্যার নিয়ে শ্রম আধিকারিকদের নিয়মিত ভাট্টা পরিদর্শনে যেতে হবে ইত্যাদি।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments