Tuesday, July 1, 2025
Google search engine
Homeত্রিপুরার খবরআগরতলা খবরইঞ্জিনিয়ারিং গবেষক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু! মডেল স্ত্রীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার।

ইঞ্জিনিয়ারিং গবেষক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু! মডেল স্ত্রীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার।

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,১১ জানুয়ারি,,

স্ত্রীর উপস্থিতিতে ঘরের ভেতরে ইঞ্জিনিয়ারিং গবেষক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু নিয়ে এবার সুষ্ঠ তদন্তের দাবি তুলেছে মৃতের পরিবার। মৃত বিশ্বজিৎ সরকারের বাবা সহ পরিবারের লোকেরা মৃতের মডেল স্ত্রী কথাকলি চৌহানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে রানির বাজার থানায় লিখিত অভিযোগ করেছিলেন। কিন্তু পুলিশে অভিযোগ জানানোর পরও তেমন কোন ভূমিকা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এর মধ্যেই কথাকলি চৌহান তার পিতাকে সঙ্গে নিয়ে যে ঘরে বিশ্বজিৎ সরকারের মৃতদেহ উদ্ধার হয়েছিল সেই ঘরে শুদ্ধিকরণের নামে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে বলে অভিযোগ। তাই পুলিশের কাছে দায়ের করা অভিযোগ মূলে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে বিশ্বজিৎ সরকারের মা- বাবা সহ পরিবারের লোকজন বুধবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন। তারা মুখ্যমন্ত্রীর বাসভবনের ছুটে যান এবং ছেলের মৃত্যু নিয়ে সুষ্ঠু তদন্তের দাবি করেন। তাদের অভিযোগ কথাকলি চৌহানের স্বভাব চরিত্র ভালো ছিল না। তিনি ছোট জামা কাপড় পরে মডেলিং করতেন যা স্বামী বিশ্বজিৎ সরকার এবং শ্বশুর বাড়ির লোকেরা পছন্দ করত না। কিন্তু স্বামীর ইচ্ছার বাইরে গিয়ে কথাকলি প্রায় সময় অন্য ছেলেদের সঙ্গে কলকাতায় চলে যেতেন। কথাকলি চৌহানের ফোন ডিটেলস বের করে পুলিশ যাতে সঠিকভাবে মৃত্যু রহস্য উদঘাটনের তদন্ত করে তার দাবি তুলেছেন বিশ্বজিতের পরিবার। প্রসঙ্গত বিশ্বজিৎ সরকার এন আই টি কলেজের গবেষক ছাত্র ছিলেন। তিন বছর আগে সামাজিক রীতিতে বিয়ে করেছিলেন অমরপুরের কথাকলি চৌহানকে। বিয়ের আগে কথাকলি চৌহান নিজেকে সেবিকা পরিচয় দিয়েছিলেন। কিন্তু বিয়ের পরে শ্বশুর বাড়ির লোকরা জানতে পারেন তিনি পেশাগতভাবে মডেলিং করেন। বিষয়টি নিয়ে আপত্তি তুলেছিলেন শ্বশুর বাড়ির লোকেরা। তখন কথাকলি এবং বিশ্বজিৎ সরকার রানিরবাজার ধান চৌমুনিতে একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। সেই বাড়িতেই ৪জানুয়ারি রাতে অস্বাভাবিক মৃত্যু হয় বিশ্বজিৎ সরকারের। কথাকলি চৌহান তখন সেই ঘরেই ছিলেন।

বিশ্বজিৎ সরকারের পিতা এবং পরিবারের লোকেদের অভিযোগ এই মৃত্যুর পেছনে রহস্য রয়েছে সেই রহস্য উদঘাটনের জন্য সঠিক পুলিশ তদন্ত চেয়ে তারা বুধবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments