Tuesday, July 1, 2025
Google search engine
Homeজাতীয় খবরআসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরার সংখ্যালঘুদের বৃহৎ অংশের ভোট পাবে বিজেপি ; দাবি...

আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরার সংখ্যালঘুদের বৃহৎ অংশের ভোট পাবে বিজেপি ; দাবি সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতির।

সংবাদ প্রতিনিধি,, বিলোনিয়া,, ২৭শে ডিসেম্বর,,

আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরায় সংখ্যালঘু মুসলিমদের সংখ্যাগুরু-র ভোট পাবে বিজেপি। বুধবার ভাজপার ত্রিপুরা প্রদেশ সংখ্যালঘু মোর্চার সভাপতি শাহ আলম ‘প্রতিধ্বনি ‘ প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে এই দাবি করেছেন। এদিন ত্রিপুরার দক্ষিণ জেলায় বিজেপি সংখ্যালঘু মহিলা মোর্চার উদ্যোগে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শুকরিয়া রেলি অনুষ্ঠিত হয়। পরবর্তীকালে দক্ষিণ জেলা শাসকের কার্যালয়ে গিয়ে জেলাশাসকের হাতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ধন্যবাদ বার্তা তুলে দেন সংখ্যালঘু মুসলিম মহিলারা।

জেলাশাসকের কাছে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ধন্যবাদ পত্র তুলে দিচ্ছেন মুসলিম মহিলারা

এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান তথা বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি শাহ আলম। পরবর্তীকালে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন আমাদের প্রধানমন্ত্রী মোদীজি শুধুমাত্র ভারতবর্ষের নয়, গোটা পৃথিবীর জন্য গর্ব। মোদিজী যেভাবে সবকা সাত সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস অর্জনের লক্ষ্যে কাজ করছেন তাতে তিনি আগামী লোকসভা নির্বাচনে আরো ব্যাপক হারে জনসমর্থন নিয়ে ক্ষমতায় ফিরবেন।

শাহ আলম বলেন ত্রিপুরাতে বিজেপি দলের সবকটি শাখা সংগঠনের সাথে সংখ্যালঘু মোর্চাও লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে নেমে গেছে। প্রতিদিন সংখ্যালঘু মোর্চার উদ্যোগে চলছে জনসম্পর্ক অভিযান। মান – অভিমান এবং বিভ্রান্তি দূরে সরিয়ে সংখ্যালঘু ভোটাররা ব্যাপক হারে ভাজপার সঙ্গে হাত মেলাচ্ছেন । ‘প্রতিধ্বনির’ প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে ভাজপা নেতা শাহ আলম বলেন আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যের সংখ্যালঘু মুসলিম ভোটারদের বৃহৎ অংশ বিজেপিকে ভোট দেবে তাতে কোন সন্দেহ নেই। মোদিজীর বিকাশের পথে ত্রিপুরার সংখ্যালঘু অংশের নাগরিকরাও সমানভাবে এগিয়ে চলছেন বলে তিনি দাবি করেছেন। এদিনের কর্মসূচিতে সংখ্যালঘু নাগরিক বিশেষত মুসলিম মহিলাদের ব্যাপক অংশগ্রহণ লক্ষণীয় ছিল।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments