Saturday, October 18, 2025
Google search engine
Homeত্রিপুরার খবরআগরতলা খবরআশারামবাড়ির হামলা ন্যক্কারজনক এবং গণতন্ত্র বিরোধী: মুখ্যমন্ত্রী

আশারামবাড়ির হামলা ন্যক্কারজনক এবং গণতন্ত্র বিরোধী: মুখ্যমন্ত্রী

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,২৮জুলাই,,

রবিবার আশারামবাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠানে তিপ্রা মথার দলীয় কর্মীদের হামলার শিকার হয়ে আহত বিজেপি কর্মীদের দেখতে জিবি হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। রবিবার রাতে মুখ্যমন্ত্রীর জিপি হাসপাতালে যান। আশারাম বাড়িতে আহত তিনজন বিজেপি কর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত কর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের কাছ থেকে সেখানে কি হয়েছিল তার কিছুটা জানতে পারেন। মুখ্যমন্ত্রী তাদের সুস্থ চিকিৎসার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী তিপ্রা মথার দলীয় কর্মীদের হিংসাত্মক হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন সেই হামলা ন্যক্কারজনক এবং গণতন্ত্র বিরোধী। মুখ্যমন্ত্রী বলেন এই ধরনের রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই হামলার ঘটনার সঙ্গে যারাই যুক্ত তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন মথার যে সমস্ত কর্মীরা এই নির্লজ্জ এবং সহিংস আক্রমণ সংঘটিত করেছেন তাদেরকে কোনভাবেই ছাড়া হবে না।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments