প্রতিধ্বনি প্রতিনিধি,, খোয়াই,, ৩০ ডিসেম্বর,,
ভারতবর্ষের সংবিধান প্রণেতা আম্বেদকর সম্পর্কে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে প্রতিবাদের শামিল হল খোয়াই সিপিআইএম বিভাগীয় কমিটি। খোয়াই সিপিআইএম স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তার পদত্যাগের দাবিতে সোচ্চার হন। সোমবার প্রতিবাদ মিছিল বের হয়ে এবং শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পরে সভায় মিলিত হয়। এদিন বেলা ১২টায় সুভাষপার্ক সি পি আই ( এম) অফিস থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে বিভিন্ন পদ পরিক্রমা করে এবং কোহিনূর শপিং কমপ্লেক্সের সামনে সভা হয়। এই প্রতিবাদ কর্মসূচির নেতৃত্বে ছিলেন সিপিআইএম খোয়াই জেলা সম্পাদক পদ্মকুমার দেববর্মা এবং বিধায়ক নির্মল বিশ্বাস সহ অন্যান্যরা।
Recent Comments